চাঁদে পা রাখতে না রাখতেই লক্ষ্য সূর্য! কবে যাত্রা করবে আদিত্য L1? দিনক্ষণ জানালেন ISRO প্রধান

বাংলাহান্ট ডেস্ক : গতকাল সফলভাবে চন্দ্রযান ৩ (Chandrayaan 3) ল্যান্ডিং করেছে চাঁদের দক্ষিণ মেরুতে। ভারতীয় মহাকাশ সংস্থার এই সাফল্যে খুশি গোটা দেশবাসী। চন্দ্রযানকে নিয়ে আনন্দ-উৎসবে মেতেছে সবাই। এই আবহেই ইসরো (Indian Space Research Organisation) প্রধান এস সোমনাথ জানালেন, আগামী মাসের প্রথম সপ্তাহেই লঞ্চ হতে পারে আদিত্য এল১ অভিযান।

এই অভিযান মূলত হবে সূর্য সম্পর্কে আরও বিস্তারিত তথ্যের জন্য অর্থাৎ ইসরোর সূর্য অভিযান শুরু হতে চলেছে আর কিছুদিন পর থেকেই। চন্দ্রযানের রেশ কাটতে না কাটতেই ফের একবার ব্যস্ত হয়ে পড়বেন ইসরোর বিজ্ঞানীরা। এরই সাথে এস সোমনাথ বক্তব্য, সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহেই শুরু হতে পারে আদিত্য এল১ মিশন। অর্থাৎ এই মিশনের জন্য হাতে রয়েছে মাত্র কয়েকটা দিন।

সূত্রের খবর, এই স্যাটেলাইটটি তৈরি হয়েছে বেঙ্গালুরুর ইউআর রাও স্যাটেলাইট সেন্টারে।গতকাল সন্ধ্যায় চাঁদের দক্ষিণ মেরুতে বিক্রমের ল্যান্ডিং এর পর এস সোমনাথ বলেন, “গোটা বিশ্বের আমাদের উপর বিগত কয়েক মাস ধরে বিশেষ নজর ছিল চন্দ্রযান ৩ অভিযানের জন্য। তবে এর মধ্যেই আমরা কাজ চালিয়ে গেছি বেশ কিছু বড় প্রজেক্টের উপর। ইসরো সেই প্রোজেক্টগুলো পরিচালনা করবে আগামী কয়েক মাসে।”

আরোও পড়ুন : পোস্ট অফিসে টাকা তোলার ক্ষেত্রে আসছে বড় বদল! নতুন নিয়ম না জানলেই বিপদে পড়বেন

আদিত্য এল১ মহাকাশে ঘুরে সূর্য সম্পর্কে বিভিন্ন তথ্য পাঠাবে বিজ্ঞানীদের। তাৎপর্যপূর্ণ ব্যাপার সূর্য সম্পর্কে তথ্যের জন্য এই প্রথম ইসরো মহাকাশে কোনও কৃত্রিম উপগ্রহ পাঠাতে চলেছে। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে আদিত্য এল১ স্যাটেলাইটটি। চন্দ্র অভিযান সফল হতেই এবার ইসরোর বিজ্ঞানীরা পাখির চোখ করেছেন সূর্য অভিযানকে।

screenshot 2023 08 24 19 13 31 35

বিজ্ঞানীরা এই আদিত্য স্যাটেলাইটটিকে মহাকাশে পাঠাবেন পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল বা পিএসএলভি রকেটের সাহায্যে। এই স্যাটেলাইটটিকে পাঠানো হবে 5সান-আর্থ সিস্টেমের হ্যালো অরবিটের ল্যাগরেঞ্জ পয়েন্ট ১-এ। পৃথিবী থেকে এই জায়গার দূরত্ব ১.৫ মিলিয়ন কিলোমিটার। বিজ্ঞানীরা জানাচ্ছেন স্যাটেলাইটটি এখান থেকে সূর্য সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করবে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর