বাংলা হান্ট ডেস্ক: সাম্প্রতিক সময়ে মহাকাশ গবেষণার ক্ষেত্রে একের পর এক বড় পদক্ষেপ গ্রহণ করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা তথা ISRO। শুধু তাই নয়, ইতিমধ্যেই চন্দ্রযান ৩-এর মাধ্যমে চাঁদের মাটিতে ইতিহাস তৈরি করেছে ভারত। তবে, এবার মহাকাশে কিভাবে ফসল উৎপাদন করা যায় সেই বিষয়ে জানার জন্য ISRO গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে চলেছে।
ফের নজির গড়বে ISRO:
মূলত, মহাকাশে বীজের অঙ্কুরোদগম প্রদর্শন থেকে শুরু করে মহাকাশে থাকা ধ্বংসাবশেষ ক্যাপচার করার জন্য রোবোটিক হাতের পরীক্ষা এবং গ্রিন প্রোপালশন সিস্টেমের পরীক্ষা ISRO-এর PSLV রকেটের চতুর্থ পর্যায়ের POEM-4 মিশনে সম্পন্ন হবে বলে জানা গিয়েছে। এছাড়াও, এটি স্পেস স্টেশন নির্মাণের জন্য গুরুত্বপূর্ণ স্পেস ডকিং প্রযুক্তি চালু করতে চেজার এবং টার্গেট নামে দু’টি স্যাটেলাইট স্থাপন করবে।
ISRO ২৪ টি পরীক্ষা চালাবে: PSLV অরবিটাল এক্সপেরিমেন্ট মডিউল (POEM) মহাকাশে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে ২৪ টি পরীক্ষা চালাবে। এর মধ্যে ১৪ টি পরীক্ষা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ISRO) বেশ কয়েকটি পরীক্ষাগারের সাথে সম্পর্কিত এবং ১০ টি পরীক্ষা বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং “স্টার্ট-আপ”-এর সাথে সম্পর্কিত রয়েছে বলেও জানা গেছে।
আরও পড়ুন: খেলরত্ন পুরস্কারের তালিকায় গায়েব মনু ভাকেরের নাম! ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন পরিবারের সদস্যরা
৮ টি বীজের অঙ্কুরোদগম করার পরিকল্পনা।: ISRO বিক্রম সারাভাই স্পেস সেন্টার (VSSC) দ্বারা তৈরি অরবিটাল প্ল্যান্ট স্টাডিজের (CROPS) জন্য কমপ্যাক্ট রিসার্চ মডিউলের অংশ হিসেবে সক্রিয় তাপ নিয়ন্ত্রণ সহ একটি বন্ধ বাক্সের মতো পরিবেশে বীজ অঙ্কুরোদগম এবং উদ্ভিদের পুষ্টি থেকে দুই-পাতার স্তর পর্যন্ত ৮ টি বীজের পরীক্ষার পরিকল্পনা করেছে।
আরও পড়ুন: এবার নজর আকাশে! ৪০০ কোটি টাকা দিয়ে এই কোম্পানি কেনার পথে আদানি
পাশাপাশি অ্যামিটি ইউনিভার্সিটি মুম্বাই দ্বারা তৈরি অ্যামিটি স্পেস প্ল্যান্ট এক্সপেরিমেন্ট মডিউল (APEMS)-এর অধীনে মাইক্রোগ্রাভিটি পরিবেশে পালং শাকের বৃদ্ধি অধ্যয়ন করার একটি পরিকল্পনা রয়েছে। এছাড়াও জানিয়ে রাখি যে, VSSC দ্বারা তৈরি ডেব্রিস ক্যাপচার রোবোটিক ম্যানিপুলেটর মহাকাশের পরিবেশে একটি রোবোটিক ম্যানিপুলেটরের সাথে বাঁধা ধ্বংসাবশেষ ক্যাপচারের প্রদর্শন করবে।