বাংলা হান্ট ডেস্ক: ISRO-র হাত ধরে মহাকাশে ফের ইতিহাস তৈরি করল ভারত। জানিয়ে রাখি যে, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (Indian Space Research Organisation) অর্থাৎ ISRO-র মহাকাশ ডকিং পরীক্ষা সফল হয়েছে। ISRO নিজেই তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলের মাধ্যমে এই তথ্য সামনে এনেছে।
ফের ইতিহাস তৈরি করল ISRO:
ISRO-র এই মিশনের অধীনে, মহাকাশে পাঠানো দু’টি উপগ্রহই সফলভাবে একে অপরের সাথে সংযুক্ত হয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, আমেরিকা, রাশিয়া এবং চিনের পরে ভারত এই বিশেষ কৃতিত্ব অর্জনকারী বিশ্বের চতুর্থ দেশ হয়ে উঠেছে। জানিয়ে রাখি যে, এই SpaDeX মিশন মহাকাশে ভারতের শক্তিকে আরও শক্তিশালী করতে কাজ করেছে। এর পাশাপাশি এই প্রযুক্তি চন্দ্রযান-৪, মহাকাশ স্টেশন নির্মাণ এবং একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচির ভিত্তিপ্রস্তরও স্থাপন করবে।
SpaDeX Docking Update:
Docking Success
Spacecraft docking successfully completed! A historic moment.
Let’s walk through the SpaDeX docking process:
Manoeuvre from 15m to 3m hold point completed. Docking initiated with precision, leading to successful spacecraft capture.…
— ISRO (@isro) January 16, 2025
গত ৩০ ডিসেম্বর SpaDeX মিশন লঞ্চ করা হয়েছিল: প্রসঙ্গত উল্লেখ্য যে, গত ৩০ ডিসেম্বর ISRO SpaDeX মিশন লঞ্চ করেছিল। যেখানে PSLV C60 রকেট ২৪ টি পেলোড সহ ২ টি ছোট উপগ্রহ- SDX01 (চেজার) এবং SDX02 (টার্গেট) বহন করে।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতের জন্য দুঃসংবাদ! বড়সড় চিন্তার সম্মুখীন টিম ইন্ডিয়া
উড়ানের প্রায় ১৫ মিনিটের পরে, প্রায় ২২০ কেজি ওজনের দু’টি ছোট স্যাটেলাইটকে ৪৭৫ কিলোমিটার বৃত্তাকার কক্ষপথে স্থাপন করা হয়েছিল। এরপর ৯ জানুয়ারি উভয় স্যাটেলাইটকে ৩ মিটার কাছাকাছি নিয়ে আসা হয়। পাশাপাশি, বৃহস্পতিবার অর্থাৎ ১৬ জানুয়ারি ওই সংযুক্তিকরণের প্রক্রিয়া শেষ হয়েছে।
আরও পড়ুন: মহাকুম্ভে গন্ডগোল! ইউটিউবারের ওপর আচমকাই রেগে গেলেন সাধু, তারপরে যা হল…..ভাইরাল ভিডিও
ডকিং টেকনিক: জানিয়ে রাখি যে, স্যাটেলাইট ডকিং একটি জটিল প্রক্রিয়া। যেখানে দু’টি স্যাটেলাইট মহাকাশে একে অপরের সাথে সংযোগ স্থাপনের জন্য প্রস্তুত করা হয়। মহাকাশে দু’টি স্যাটেলাইট একে অপরের সাথে যুক্ত হওয়ার প্রক্রিয়াটিকে ডকিং বলা হয়। এই প্রযুক্তি মহাকাশে স্বয়ংক্রিয় সংযোগ সক্ষম করে। এর মাধ্যমে মানুষ বা উপাদান এক মহাকাশযান থেকে অন্য মহাকাশযানে স্থানান্তর করা যায়। এমতাবস্থায়, ডকিং প্রযুক্তির সফল প্রদর্শনের মাধ্যমে, ভারত সমগ্র বিশ্বে একটি নতুন ইতিহাস তৈরি করেছে।