নতুন ইতিহাস গড়ল ISRO, একসাথে ৩৬ টি স্যাটেলাইট নিয়ে মহাকাশে পাড়ি দিলো সবচেয়ে ভারী রকেট

বাংলা হান্ট ডেস্কঃ রাত ১২ টা পার হয়ে কয়েক মিনিটে পৌঁছেছে ঘড়ির কাঁটা আর এর মাঝেই ইতিহাস তৈরি করল ভারতীয় মহাকাশ সংস্থা ‘ইসরো’ (ISRO)। দীপাবলীর সন্ধিক্ষণে দাঁড়িয়ে এই দিনটি ইতিহাসে লেখা হতে চলেছে। বিগত বেশ কয়েক বছর ধরে যেভাবে কেন্দ্র সরকারের ‘আত্মনির্ভর ভারত’ ক্রমাগত অগ্রসর হয়ে চলেছে, তাতে ভর দিয়ে অনন্য নজির গড়লো ইসরো। গতকাল গোটা দেশের নজর ছিল অন্ধপ্রদেশের (Andhra Pradesh) শ্রীহরিকোটার (Sriharikota) স্পেস সেন্টারে। অবশেষে ভারতের ইতিহাসে সবথেকে ভারি রকেটকে সঙ্গী করে ৩৬ টি উপগ্রহ উৎক্ষেপণ করতে সক্ষম হল মহাকাশ সংস্থা।

সাম্প্রতিক সময়ে মহাকাশ বাণিজ্যে এক গুরুত্বপূর্ণ নাম হয়ে উঠেছে ইসরো। বিশেষত রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধের পর মস্কোকে টেক্কা দিয়ে অনেকখানি অগ্রসর হয়েছে ভারতীয় মহাকাশ সংস্থা। সেই ধারা বজায় রেখে গতকাল মধ্যরাতে ব্রিটেনের তৈরি ছত্রিশটি স্যাটেলাইটকে সঙ্গী করে মহাকাশে পাঠানো হলো ইতিহাসের সবথেকে ভারী রকেট।

গতকাল রাত ১২ টা বেজে ৭ মিনিটে পাড়ি দেয় রকেট। ইসরোর দাবি অনুযায়ী, ইতিমধ্যেই LVM3-M2/OneWeb India-1-এর সফল উৎক্ষেপণ ঘটানো সম্ভব হয়েছে। এক্ষেত্রে GSLVMk3 রকেটটি উৎক্ষেপণের জন্য বিগত বেশ কিছু সময় ধরেই প্রস্তুতি নিচ্ছিল ইসরো মহাকাশ সংস্থা। অবশেষে গতকাল মধ্যরাতে মহাকাশে পাড়ি দিল ব্রিটেনের ৩৬ টি স্যাটেলাইট সহ রকেটটি। বলে রাখা ভালো, ইসরো দ্বারা মহাকাশে উৎক্ষেপণ করানো রকেটটির দৈর্ঘ্য ৪৩ মিটার এবং ওজন ৬৪৪ টন। এছাড়াও একাধিক আধুনিক ব্যবস্থাপনা রয়েছে এই রকেটে।

GSLVMk3 তৃতীয় জেনারেশনের রকেট। মহাকাশের নিম্ন কক্ষপথে one web উপগ্রহগুলিকে প্রদক্ষিণ করাই মূলত রকেটের কাজ বলে জানা গিয়েছে। বর্তমানে এটি উৎক্ষেপণের মাধ্যমে ইতিহাসে স্বর্ণাক্ষরে নাম করে নিল ইসরো। প্রসঙ্গত, গতকাল মধ্যরাতে মাত্র উনিশ মিনিট সময়ের মধ্যে ব্রিটেনের ৩৬ টি স্যাটেলাইটকে সঙ্গী করে মহাকাশের পথে উড়ে যায় ভারতের ইতিহাসে সব থেকে ভারী রকেটটি। এক্ষেত্রে one web, ভারত হল ভারতী গ্লোবাল এবং ব্রিটেনের যৌথ প্রচেষ্টায় ব্যবস্থাপনাটি তৈরি।

উল্লেখ্য, বিগত বেশ কয়েক সময় ধরে রকেট উৎক্ষেপণের প্রস্তুতি খতিয়ে দেখে ISRO আর অবশেষে গতকাল বারোটা বেজে ৭ মিনিটে রকেটটির সফল উৎক্ষেপণ করানো সম্ভব হয়েছে। অতীতে একাধিক সময় ভারতীয় সংস্থা দ্বারা মহাকাশে স্যাটেলাইট পাঠানো হলেও গতকালের ঘটনাটি ইতিহাসে নাম তুলে রাখলো। এক্ষেত্রে সবচেয়ে ভারী স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে গোটা বিশ্বকে ইসরো দ্বারা এক বিশেষ বার্তা দেওয়া হলো বলেও মত বিশেষজ্ঞদের। এক্ষেত্রে অতীতে বিশ্বের শক্তিধর দেশগুলির উপর নির্ভর করে থাকতে হলেও এই প্রথম নিজেদের প্রচেষ্টায় সব থেকে ভারী রকেট উৎক্ষেপণ করতে সক্ষম হলো ইসরো।


Sayan Das

সম্পর্কিত খবর