আর মাত্র কয়েক বছর! প্রধানমন্ত্রী মোদীকে মহাকাশে পাঠাবে ISRO, কি জানালেন সোমনাথ?

বাংলা হান্ট ডেস্ক: বিগত কয়েক বছরে মহাকাশ অভিযানের ক্ষেত্রে একের পর এক সাফল্য অর্জন করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা তথা ISRO (Indian Space Research Organisation)। শুধু তাই নয়, আগামী দিনেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অভিযানের জন্য ISRO জোরকদমে কাজ করছে। ঠিক এই আবহেই ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে মহাকাশ অভিযানে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (Narendra Modi)। আর এই বিষয়টি সামনে আসার পরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শুধু তাই নয়, কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছে কটাক্ষও।

মূলত, মহাকাশে সফর করার আগে “নন বায়োলজিক্যাল” প্রধানমন্ত্রী যাতে একবার মণিপুর ঘুরে আসেন এইভাবেই কটাক্ষ করেছে কংগ্রেস। প্রসঙ্গত উল্লেখ্য যে, বর্তমান সময়ে ISRO বহু প্রতীক্ষিত “গগনযান” অভিযান নিয়ে ব্যস্ত। এদিকে, সম্প্রতি ISRO-র প্রধান এস সোমনাথ মুখোমুখি হয়েছিলেন সংবাদমাধ্যমের। আর সেখানেই তিনি একটি বিরাট প্রতিক্রিয়া জানান। ISRO প্রধান বলেন, “গগনযান” অভিযান চালু হলে প্রধানমন্ত্রী মোদীকে মহাকাশে নিয়ে যেতে পারলে তিনি গর্ব অনুভব করবেন।

   

আর এই প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতেই বর্ষীয়ান কংগ্রেস নেতা জয়রাম রমেশ প্রবল কটাক্ষ করেছেন। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন যে, “মহাকাশে যাওয়ার আগে, নন বায়োলজিক্যাল প্রধানমন্ত্রীর অবশ্যই মণিপুর যাওয়া উচিত।” এদিকে, এই বিষয়টির পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়াতেও তুমুল আলোচনা এবং বিদ্রুপ শুরু হয়েছে। মূলত, ওই সাক্ষাৎকারে সোমনাথ জানান, “প্রধানমন্ত্রীর কাঁধে আরও অনেক দায়িত্ব রয়েছে। তবে, মহাকাশে মানুষ পাঠানোর অভিযানের কৃতিত্ব আমরা অর্জন করতে চাইছি। বিশেষ করে আমরা আন্তর্জাতিক স্পেস স্টেশনে মহাকাশচারীদের প্রশিক্ষণের দিকে তাকিয়ে আছি।”

আরও পড়ুন: রোহিতের পর আগামী কে হবেন ভারতীয় অধিনায়ক? তালিকায় রয়েছে এই ৫ দাবিদারের নাম

সোমনাথ আরও বলেন যে, “দেশের প্রধানকে মহাকাশে পাঠানোর ক্ষমতা অর্জন করা হলে সেটি নিঃসন্দেহে আমাদের সকলের জন্য গর্বের বিষয় হবে।” যদিও, এজন্য “গগনযান” অভিযানে সাফল্য পাওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও জানান তিনি। এই অভিযান সফল হলেই মহাকাশে মানুষ পাঠানোর কাজে নিজেদের যোগ্যতা প্রমাণ করা যাবে বলে মনে করেছেন ISRO প্রধান। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই অভিযান সফলতা লাভ করলে VIP-রাও মহাকাশের সফর করতে পারেন। যদিও, সমগ্র বিষয়টির জন্য অপেক্ষা করতে হবে।

আরও পড়ুন: বর্ষার মরশুমে একবার হলেও ঘুরে আসুন ভারতের এই ৯ টি টুরিস্ট স্পট, জীবনেও ভুলতে পারবেন না সৌন্দর্য

এমতাবস্থায়, প্রধানমন্ত্রী মোদী ওই তালিকায় রয়েছেন কিনা তা জানতে চাওয়া হলে তিনি বলেন, “বিষয়টিতে আমি অন্তত অত্যন্ত খুশি হব। তবে, আমার মনে হয়, ওঁর কাঁধে অন্যান্য অনেক দায়িত্ব রয়েছে। কিন্তু, আমরা এটা করতে পারলে আনন্দিত হব। বর্তমানে মহাকাশে মানুষ পাঠানোর কাজেই লিপ্ত রয়েছি আমরা।” এদিকে, প্রধানমন্ত্রী মোদীকে মহাকাশে পাঠানোর প্রসঙ্গে তিনি জানান, “মহাকাশে নিরাপদে মানুষ পাঠানোর কৃতিত্ব আমরা যখনই অর্জন করব তখনই আন্তর্জাতিক স্পেস স্টেশনেও দেশের প্রধান যেতে পারবেন। আমাদের দেশের মাটি থেকে এবং আমাদের মহাকাশযানে চেপেই তাঁকে যেতে হবে। আপাতত আমি এটুকুই বলছি। আমরা সবাই গগনযান অভিযানের জন্য অপেক্ষা করছি। যাতে সেখানে আমরা নিজেদের যোগ্যতাকে প্রমাণ করতে পারি। দেশের প্রধানকে মহাকাশে পাঠানোর যোগ্যতা অর্জন করলে শুধু আমি নয় সকলেই গর্ব অনুভব করবেন।” এদিকে, সোমনাথের এহেন বক্তব্যের পরিপ্রেক্ষিতেই এখন শুরু হয়েছে জোর সমালোচনা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর