বাংলা হান্ট ডেস্ক: এবার ফের একটি বড় তথ্য সামনে আনল ISRO (Indian Space Research Organisation)। বৃহস্পতিবার ISRO সূত্রে জানানো হয়েছে যে, তারা এবার যুক্তরাষ্ট্রের গ্লোবাল যোগাযোগ নেটওয়ার্ক “ওয়ান ওয়েব” (One Web)-এর ৩৬ টি উপগ্রহকে সবচেয়ে ভারী লঞ্চার LVM3 বা লঞ্চ ভেহিকেল মার্ক III-র মাধ্যমে চলতি মাসের শেষের দিকে মহাকাশে উৎক্ষেপণ করবে।
এদিকে, “OneWeb India-1 Mission/LVM3 M2”-র অধীনে ৩৬ টি স্যাটেলাইটের এই উৎক্ষেপণ ISRO-র LVM3-এর গ্লোবাল কমার্শিয়াল লঞ্চ সার্ভিস মার্কেটে নিজেদের প্রবেশকে চিহ্নিত করবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ISRO-র বাণিজ্যিক শাখা “নিউস্পেস ইন্ডিয়া লিমিটেড” লো আর্থ অরবিটে (LEO) ব্রডব্যান্ড কমিউনিকেশন স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য One Web-এর সাথে ২ টি সার্ভিস কন্ট্র্যাক্ট স্বাক্ষরিত করেছে।
ইতিমধ্যেই ISRO বৃহস্পতিবার একটি টুইট বার্তায় জানিয়েছে যে, এটি One Web-এর সাথে চুক্তির অধীনে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে LVM3 দ্বারা কোম্পানির ৩৬ টি উপগ্রহ লো আর্থ অরবিটে স্থাপন করবে। এই লঞ্চের মাধ্যমে, One Web তার “Gen 1 LEO Constellations” পরিকল্পনাকে ৭০ শতাংশেরও বেশি পূরণ করে ফেলবে। মূলত, কোম্পানির এই প্রকল্পটি সরকার, ব্যবসায়ী এবং সাধারণ মানুষকে উচ্চ গতির সংযোগ পরিষেবা প্রদান করার উদ্দেশ্যে গৃহীত হয়েছে।
পাশাপাশি, ISRO তার টুইটার হ্যান্ডেলে উৎক্ষেপণের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তথ্য সামনে এনেছে। যেখানে বলা হয়েছে যে, লঞ্চ ভেহিকেলের ক্রায়োজেনিক আপার স্টেজের ইন্টিগ্রেশন এবং ৩৬ টি স্যাটেলাইটের সাথে পেলোড ফেয়ারিং ইন্টিগ্রেশান আগামী দিনে সম্পন্ন করা হবে। এছাড়াও, এই প্রকল্পটি অক্টোবরের তৃতীয় অথবা চতুর্থ সপ্তাহ নাগাদ সম্পূর্ণ হতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য যে, OneWeb হল একটি গ্লোবাল যোগাযোগ নেটওয়ার্ক যা ৬৪৮ টি LEO স্যাটেলাইটের একটি গ্রুপ দ্বারা পরিচালিত হয়। পাশাপাশি, এটির সদর দপ্তর হল লন্ডনে। এই সংস্থা ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে প্রতিষ্ঠিত হয়। এর লক্ষ্য হল LEO স্যাটেলাইটের ক্লাস্টারের মাধ্যমে বিশ্বের সর্বত্র সংযোগ প্রদান করা। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, ভারতী এয়ারটেলও OneWeb-এর এক প্রধান বিনিয়োগকারী এবং শেয়ারহোল্ডার হিসেবে যুক্ত রয়েছে।
ISRO to launch 36 satellites of OneWeb onboard LVM3, nominally during the second half of Oct 2022. With this “LVM3 M2/ OneWeb India-1 Mission”, the 1st LVM3 dedicated commercial launch on demand through NSIL, LVM3 enters the Global commercial launch service market. @OneWeb pic.twitter.com/7vyvnRDPMW
— ISRO (@isro) October 6, 2022
এই প্রসঙ্গে ভারতী এয়ারটেল এন্টারপ্রাইজের চেয়ারম্যান সুনীল মিত্তল, গত বছরের অক্টোবরে ইন্ডিয়ান স্পেস অ্যাসোসিয়েশনের উদ্বোধনে তাঁর ভাষণে জানিয়েছিলেন যে, “আমরা ২০২২ সালের মাঝামাঝি থেকে OneWeb স্যাটেলাইটের মাধ্যমে দেশে সংযোগ পরিষেবা শুরু করার পরিকল্পনা করছি।” পাশাপাশি, তিনি আরও বলেন, “One Web হবে প্রথম গ্রাহক যারা ভারতীয় মহাকাশ বাজারে বাণিজ্যিকীকরণ শুরু করবে।” মিত্তাল বলেন, “আমি নিশ্চিত যে ISpA-এর মাধ্যমে আরও বেশি সংখ্যক আন্তর্জাতিক গ্রাহক এশিয়ায় ISRO-র দোরগোড়ায় আসবে। আমাদের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। প্রধানমন্ত্রী মোদী আমাদের পথ দেখাচ্ছেন। বর্তমানে মহাকাশে OneWeb-এর ৩২২টি স্যাটেলাইট রয়েছে।”