ফের বিশ্বকে চমকে দেবে ISRO! মহাকাশচারী শুভাংশু শুক্লার সাথে স্পেসে পাঠানো হবে এই “অদ্ভুত প্রাণী”

Published On:

বাংলা হান্ট ডেস্ক: সাম্প্রতিক সময়ে একের পর এক দুর্ধর্ষ নজির গড়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা তথা ISRO। সেই রেশ বজায় রেখেই ISRO ফের সবাইকে চমকে দিতে প্রস্তুত। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ISRO তার আগামী একটি মিশনে একজন ভারতীয় মহাকাশচারীকে মহাকাশে পাঠাবে এবং তাঁর সাথে একটি “অদ্ভুত প্রাণী”-কেও পাঠানো হবে। হ্যাঁ, প্রথমে বিষয়টি পড়ে অবাক হয়ে গেলেও এটা কিন্তু একদমই সত্যি।

ফের বড় নজির গড়তে প্রস্তুত ISRO:

জানিয়ে রাখি যে, ওই মিশনের নাম হল Axiom-4। এই মিশনেই ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা অংশগ্রহণ করবেন। তিনি কেবল মহাকাশ স্টেশনেই পৌঁছবেন না, এছাড়াও, তিনি সেখানে থাকার পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ কাজও করবেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, তিনি তাঁর সাথে ভয়েজার টার্ডিগ্রেডস নামক একটি অদ্ভুত চেহারার অণুবীক্ষণিক জীবকে নিয়ে যাবেন। কেন ISRO এই অদ্ভুত প্রাণীটিকে মহাকাশে পাঠাচ্ছে… চলুন, জেনে নিই সেই সম্পর্কে।

ISRO will surprise everyone with this mission.

ভয়েজার টার্ডিগ্রেড: জানিয়ে রাখি যে, আণুবীক্ষণিক জীবকে ওয়াটার বিয়ার তথা জল ভালুক বা মস পিগলেটও বলা হয়। এই অণুজীবগুলি এতই ছোট যে মাইক্রোস্কোপ ছাড়া এগুলি দেখা যায় না। কিন্তু এই অণুজীব কোনও আশ্চর্যের চেয়ে কম কিছু নয়। জল থেকে শুরু করে, বরফ, আগুন, শূন্যস্থান, বিকিরণ, এমনকি মহাকাশের কঠোর পরিস্থিতিও এটিকে ধ্বংস করতে পারে না। এগুলির শরীরে ৮ টি পা এবং থাবায় ছোট ছোট নখ থাকে। তাদের হাঁটার ধরণ অনেকটা ভালুকের মতো। মূলত, ধীরে ধীরে পা ফেলেই এগুলি এগিয়ে যায়।

আরও পড়ুন: “অসাধারণ অভিষেক”, বৈভবের পারফরম্যান্সে মুগ্ধ খোদ গুগলের CEO, প্রশংসা করে কী জানালেন পিচাই?

বিশেষ গবেষণা করা হবে: জানা গিয়েছে, এই মিশনে শুভাংশু শুক্লা ওই টার্ডিগ্রেডগুলির সাথে ১৪ দিন স্পেস স্টেশনে থাকবেন। যেখানে ওই অণুজীবগুলির পুনরুজ্জীবন, বেঁচে থাকা এবং প্রজনন নিয়ে গবেষণা হবে। মহাকাশের মাইক্রোগ্রাভিটিতে এই অদ্ভুত প্রাণীগুলি কীভাবে ঘুম থেকে জেগে ওঠে, তারা ডিম পাড়ে কি না এবং যদি ডিম পেড়েও থাকে সেক্ষেত্রে তাদের বাচ্চাদের জন্ম কীভাবে হয় তা দেখা হবে। এছাড়াও, মহাকাশে বসবাসের পর তাদের DNA-তে কী পরিবর্তন ঘটে তাও পর্যবেক্ষণ করা হবে।

আরও পড়ুন: বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না পাকিস্তান! ঔদ্ধত্য প্রকাশ করে কী জানাল PCB?

আসলে, এই গবেষণার উদ্দেশ্য হল ভবিষ্যতে মহাকাশচারীদের নিরাপদে রাখা এবং দীর্ঘ মহাকাশ ভ্রমণের জন্য মানবদেহ সম্পর্কে ধারণা লাভ করা ISRO-র এই অভিযানের মাধ্যমে, ভারত প্রথমবারের মতো আন্তর্জাতিক স্পেস স্টেশনে একটি সরাসরি পরীক্ষা পরিচালনা করবে এবং তাও এমন একটি অণুজীবের সাথে যে বিশ্বের সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও টিকে থাকতে পারে।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X