২০২১-এ নতুন পরিকল্পনা নিয়ে নামল ISRO, তৈরি হবে ইতিহাস

বাংলাহান্ট ডেস্কঃ ইসরোর (isro) হাত ধরে ২০২১ সালে বেশ কয়েকটি ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকতে চলেছে গোটা ভারত (india)। ইসরোর সাফল্যের পর ভারতের সামনে মাথা নত করবে বিশ্বের তাবড় তাবড় দেশগুলো। এই প্রথমবার দেশীয় কোম্পানির দ্বারা প্রস্তুত কোন উপগ্রহ মহাকাশে পাঠাবে ইসরো।

ব্যাঙ্গালুরুতে মহাকাশে যান পাঠানোর পদ্ধতির সঙ্গে যুক্ত স্টার্ট আপ ইন্ডিয়ার আর্থ অবজারবেশন স্যাটেলাইট আনন্দ ইসরোর PSLV C-51 রকেটের মাধ্যমে মহাকাশে পাড়ি দেবে। এই উপগ্রহের মাধ্যমে পৃথিবীতে ঘটমান কোন ঘটনার প্রায় ২৪ ঘন্টার আসল ছবিই দেখা যাবে।

ISRO GSAT 11 Satellite

পিক্সেল ইন্ডিয়া একটি আর্থ ইম্যাজিন স্টার্ট আপ, যেটি ২০২১ সাল থেকে ২০২৩ সালের মধ্যে মোট ২৪ টি স্যাটেলাইট লঞ্চ করবে। সবকটি উপগ্রহ ইসরোর আর্থ অবজারবেশন স্যাটেলাইটের থেকে ১০ গুণ ছোট হবে। কিন্তু এই ২৪ টি উপগ্রহ মহাকাশে স্থাপিত হওয়ার ২৪ ঘন্টার মধ্যেই এদের কাজ গ্লোবাল কভারেজের সমান হবে।

পিক্সেলের সংস্থাপক জানিয়েছেন, এই উপগ্রহের মাধ্যমে যে কোন সমস্যা দ্রুতই চিহ্নিত করা যাবে। যার ফলে দ্রুতই সেই সমস্যার সমাধানও করা যাবে। এমনকি জল দূষণ, বায়ু দূষণ এবং জমিতে ফসলের ক্ষেত্রেও নজর রাখা যাবে। এই উপগ্রহ লঞ্চ হওয়ার পর প্রতি ২৪ ঘণ্টায় এর থেকে রিপোর্ট পাওয়া যাবে।

cvvhguhg

PSLV রকেটের মাধ্যমে CMS1-র লঞ্চে সাফাল্য মেলায় ইসরো প্রধান কে শিভান (Kailasavadivoo Sivan) জানিয়েছিলেন, ইসরো এবং ভারতের জন্য PSLV রকেটের পরবর্তী PSLV C-51 রকেটের উড়ন অনেকটাই গুরুত্বপূর্ণ হবে। কারণ, এই রকেটে করে আনন্দ উপগ্রহ মহাকাশে যাবে। সেইসঙ্গে ২০২১ সাল ইসরো অনেক মিশনের কাজে ব্যস্ত থাকবে। প্রায় প্রতি মাসেই প্রায় একটি বা দুটি করে উপগ্রহ মহাকাশে পাঠানোর জন্য প্রস্তুত হচ্ছে ইসরো। এমনকি আবারও চন্দ্রাভিযানের দিকেও টার্গেট নিচ্ছে ইসরো।

Smita Hari

সম্পর্কিত খবর