স্পেস থেকে দেখা গেল ভারতের অনবদ্য দৃশ্য! ISRO-র স্যাটেলাইটে বন্দি হল দুর্দান্ত ছবি

বাংলা হান্ট ডেস্ক: সরাসরি স্পেস থেকে ভারতকে ঠিক কেমন দেখতে লাগে? সেই প্রশ্নের উত্তর এবার পাওয়া গেল ISRO (Indian Space Research Organisation)-র তরফে প্রকাশিত ছবি থেকে। সম্প্রতি কিছু দুর্দান্ত ছবি শেয়ার করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। এই অবাক করা ছবিগুলিতে সরাসরি স্পেস থেকে সমগ্ৰ বিশ্বের বিভিন্ন প্রান্তের ছবি তুলে ধরা হয়েছে। যেখানে ভারতেরও অনবদ্য ছবি সামনে এসেছে।

এই প্রসঙ্গে জানা গিয়েছে যে, ISRO তার আর্থ অবজারভেশন স্যাটেলাইটের (EOS-06) সাহায্যে পৃথিবীর ছবি ক্যাপচার করেছে। উল্লেখ্য যে, ISRO-র এই স্যাটেলাইটটি Oceansat-3 নামেও পরিচিত। স্যাটেলাইটের দেওয়া তথ্যের ভিত্তিতে হায়দ্রাবাদে ISRO-র ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার মোজেইক তৈরি করেছে।

মূলত, মোট চারটি ভিন্ন ধরণের ছবি শেয়ার করেছে ISRO। যার মধ্যে একটিতে স্পষ্টভাবে ভারতকে দেখানো হয়েছে। পাশাপাশি, বাকি তিনটি ছবিতে পৃথিবীর বিভিন্ন প্রান্তের ছবি তুলে ধরা হয়েছে। এমতাবস্থায়, স্যাটেলাইট থেকে ওইসব ছবি তুলতে ব্যবহার করা হয়েছে অনবোর্ড ওশান কালার মনিটর।

Oceansat-3 থেকে তোলা ছবি: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ISRO-র Oceansat-3 একটি ন্যানো স্যাটেলাইট। ISRO এটি PSLV-C54 মিশনের অংশ হিসেবে গত ২৬ নভেম্বর ২০২২-এ লঞ্চ করেছিল। এই স্যাটেলাইটের মাধ্যমে সমুদ্রের পাশাপাশি বায়ুমণ্ডলেরও গবেষণা করা হচ্ছে।

উপগ্রহটি তিনটি প্রধান যন্ত্র, ওশান কালার মনিটর (OCM-3), সি সারফেস টেম্পারেচার মনিটর (SSTM), কু-ব্যান্ড স্ক্যাটেরোমিটার এবং ARGOS দিয়ে উৎক্ষেপণ করা হয়েছিল। ISRO-র তরফে জানানো হয়েছে, এই স্যাটেলাইটের মাধ্যমে বাতাসের গতির পাশাপাশি মাছ ধরার মতো এলাকাও চিহ্নিত করা যাবে।

সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল: এদিকে, ISRO-র টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করা এই ছবিগুলি বর্তমানে সোশ্যাল মিডিয়াতেও তুমুল ভাইরাল হচ্ছে। পাশাপাশি, নেটিজেনরাও ভারতের এহেন সুন্দর ছবির জন্য ISRO-কে ধন্যবাদ জানিয়েছেন। কিছুজন আবার ছবিগুলিকে “আশ্চর্যজনক” বলে বর্ণনা করেছেন। পাশাপাশি, এমন দৃশ্য তাঁরা আগে কখনও দেখেননি বলেও জানিয়েছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর