বাংলাহান্ট ডেস্কঃ দাড়ি (Beard) সকল পুরুষেরই একটি বিশেষ পছন্দের জায়গা। সমগ্র বিশ্বের মতো পাকিস্তানের (Pakistan) ছেলেরাও দাড়ির ব্যাপারে অত্যন্ত যত্নবান। চুলের ফ্যাশানের পাশাপাশি এখন দাড়ির ফ্যাশানও একটি উল্লেখযোগ্য বিষয়। কিন্তু এই ট্রেন্ডেই বাঁধ সাধল পাকিস্তানের মুসলিম লিগ নওয়জের সদস্য রুখসানা কউসর।
দাড়ি পয়গম্বর মহম্মদের পরম্পরা
সম্প্রতি ছেলেদের এই ফ্যাশানের বিষয়কেই তোলা হয়েছে কাঠগড়ায়। দাড়ি স্টাইল করে রাখা পাপ, এমনটাই জানালেন পাকিস্তানের মুসলিম লিগ নওয়জের সদস্য রুখসানা কউসর। তাঁর কথায়, দাড়ি পয়গম্বর মহম্মদের পরম্পরা। আর সেই পরম্পরা ভেঙ্গে ছেলেদের বিভিন্ন ধরণের দাড়ির স্টাইল একেবারেই নীতি বিরুদ্ধ।
স্টাইলিশ দাড়ি মুসলিম ধর্ম বিরোধী!
এই সঙ্গে তিনি আরও জানিয়েছে, রাস্তাঘাটে ছেলেদের দাড়ির ফ্যাশান দেখে তিনি অত্যন্ত দুঃখিত। ইসলাম ধর্মের অবমাননা করে কোন কিছুই করা উচিত নয়। তাই দাড়ি রাখলেও, তা স্বাভাবিক ভাবে রাখতে হবে। তাতে কোনোরকম স্টাইল করা যাবে না।
দাড়ির বিরুদ্ধে দায়ের হল মামলা
এই ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বিধানসভায় এক অদ্ভুত প্রস্তাবও পেশ করেছেন তিনি। তাঁর দাবী, স্টাইল করে দাড়ি রাখা পাপ কার্যের অন্তর্ভুক্ত। তাই যেসকল পুরুষ স্টাইল করে দাড়ি রাখবেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে পাকিস্তানে যত্ন করে দাড়ি রাখার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা যেতে পারে।