বাংলাহান্ট ডেস্কঃ ভারতের (india) সীমান্ত এলাকায় ফের দৌরাত্ম্য বাড়চ্ছে চীন (china)। সূত্রের খবর, উত্তরাখণ্ডের বারাহোতি সেক্টরের নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করেছে প্রায় ১০০ চাইনিজ সেনা। সরকারী ভাবে কিছু জানা না গেলেও, সূত্র মারফত এমন খবরই সামনে আসছে, যেখানে জানা গিয়েছে, গত ৩০ শে আগস্ট সীমা পেরিয়ে কয়েক ঘণ্টা এলাকা পরিদর্শন করে ফিরে যায় চীনা সেনারা।
ভারতের এই সীমান্ত এলাকায় ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ (ITBP) মোতায়েন রয়েছে। তা সত্ত্বেও গোপনে ওই এলাকায় চীনা সেনার প্রবেশের খবর পেওয়া গিয়েছে। সরকারী ভাবে এই বিষয়ে এখনও কিছু খবর না জানালেও, সূত্র বলছে উত্তরাখণ্ডের বারাহোতি সেক্টরের নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে প্রায় ১০০ জন চীনা সেনা ভারতের সীমান্তে প্রবেশ করেছিল।
এবিষয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, ‘এখনও অবধি এই ধরনের কোন ঘটনার খবর আসেনি। তবে এই বিষয়ে সীমান্ত এলাকা নিয়ে কেন্দ্র সরকার সর্বদা সজাগ রয়েছে। ভবিষ্যতে এই ধরনের কোন ঘটনা সামনে এলে, নিশ্চয়ই জানানো হবে’।
আরও জানা গিয়েছে, ওই এলাকায় মোতায়েন থাকা ভারতীয় সেনার নজরে পড়েনি তাঁরা। ভারতীয় সেনা ও আইটিবিপি (ITBP) জওয়ানরা সেখানে পৌঁছানোর আগেই, গা ঢাকা দেয় পিপলস লিবারেশন আর্মির সেনারা। যদিও এই বিষয়ে এখন পর্যন্ত সরকারের দিক থেকে পাকা কোন খবর পাওয়া যায়নি। তবে এই ঘটনায় কিছুটা হতবাক হয়ে গিয়েছেন ভারতীয় কর্মকর্তারা।
প্রসঙ্গত, প্রায় ১৭ মাস ধরে পূর্ব লাদাখ সীমান্তে ভারত এবং চীন সেনাদের মধ্যে সংঘর্ষ হয়ে আসছে। দুই দেশের মধ্যে বহুবার বৈঠক হলেও, চীন নিজের ভাবনায় অনড় রয়েছে।