দাপট দেখাবে তাপপ্রবাহ! নামবে বৃষ্টিও, ৫০ কিমি বেগে উঠবে ঝড়, জগাখিচুড়ি অবস্থা দক্ষিণবঙ্গের আবহাওয়ার

বাংলা হান্ট ডেস্ক: একটানা তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছেন সকলে। তার সাথে সামগ্রিক পরিস্থিতি আরও বেগতিক করে তুলছে তাপপ্রবাহ। ঠিক এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, শনিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বিশেষ করে দক্ষিণবঙ্গে (South Bengal) দাপট দেখাবে তাপপ্রবাহ। শুধু তাই নয়, পুরুলিয়ার কয়েকটি স্থানে বৃহস্পতিবার তাপপ্রবাহের জন্য কমলা সর্তকতা জারি করা হয়েছিল। এদিকে, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর সহ ঝাড়গ্রামেও তাপপ্রবাহ পরিলক্ষিত হয়েছে।

পাশাপাশি জানা গিয়েছে যে, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরের কয়েকটি জায়গায় শুক্রবার বজায় থাকবে তাপপ্রবাহ। ওই তিনটি জেলায় জারি করা হয়েছে কমলা সর্তকতাও। এছাড়াও, তাপপ্রবাহের রেশ বজায় থাকবে ঝাড়গ্রাম থেকে শুরু করে বাঁকুড়া, বীরভূম এবং পূর্ব বর্ধমানে। ওই জেলাগুলির ক্ষেত্রে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

It is going to rain in South Bengal this time.

এছাড়াও, শনিবার পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর সহ ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া-বাঁকুড়াতে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। তবে, সেদিন প্রবল তাপপ্রবাহের সর্তকতা জারি করা হয়নি। এমতাবস্থায়, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে যে এহেন গরম পরিবেশে বৃষ্টির স্বস্তি কবে মিলবে? এই প্রসঙ্গেও সামনে এসেছে আপডেট। জানা গিয়েছে যে, বৃহস্পতিবারেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই জেলাগুলির মধ্যে রয়েছে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়া।

আরও পড়ুন: “অনুগ্রহ করে শুনবেন…..”, এবার হাওড়া থেকে চলবে মিনি বন্দে ভারত, পাড়ি দেবে বাঙালির প্রিয় ডেস্টিনেশনে

ওই জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় উঠতে পারে। এর পাশাপাশি, আগামী দু’দিন অর্থাৎ শুক্রবার এবং শনিবারে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: ফ্লোরিডায় প্রাকৃতিক দুর্যোগ, বন্যায় জলমগ্ন মাঠ ঘাট! খেলা না হলে বিশ্বকাপ থেকে বিদায় পাকিস্তানের

এদিকে, আগামী সপ্তাহের শুরুতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। প্রাপ্ত আপডেট অনুযায়ী, রবিবার থেকে একদম বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবারে বৃষ্টি হতে পারে পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর সহ পশ্চিম এবং পূর্ব বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদে। পাশাপাশি, ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড় উঠবে বলেও জানা গিয়েছে। এদিকে, সোমবার পূর্ব বর্ধমান থেকে শুরু করে হুগলি, বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায়, বাকি জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো বাতাস বইবে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর