বাংলাহান্ট ডেস্কঃ বাড়ি বাড়ি গিয়ে রেশন (ration) দেওয়ার পরিকাঠামো নেই- কলকাতা হাইকোর্টে এমনটাই জানালেন মামলাকারী ডিলারদের একাংশ। সঙ্গে এই বিষয়টা আইন বিরুদ্ধে বলেও দাবী করেন তাঁরা। পাশাপাশি বাড়ি বাড়ি রেশন পৌঁছানোর জন্য গাড়ি, প্রচার এবং সংরক্ষণের খরচ বহন করা তাঁদের পক্ষে সম্ভব হচ্ছে না বলেও জানালেন।
একুশের বিধানসভা নির্বাচনের পূর্বে বাংলার মানুষকে একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নানারকম প্রকল্প থেকে শুরু করে, নানারকম সুযোগ সুবিধা দেওয়ার ঘোষণাও করেছিলেন। আর নির্বাচনে জয়লাভ করতেই একে একে তা পূরণ করতে শুরু করেছে রাজ্য সরকার।
স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে লক্ষী ভাণ্ডার নানাবিধ প্রকল্পের কাজ ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। এবার সেপ্টেম্বর থেকেই শুরু হতে চলেছে মুখ্যমন্ত্রীর আরও এক সাধের প্রকল্প ‘দুয়ারে রেশন’ (Duare Ration)। কিন্তু মুখ্যমন্ত্রীর এই প্রকল্পকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে দরবার করলেন ডিলারদের একাংশ।
মুখ্যমন্ত্রীর এই প্রকল্পের বিরুদ্ধে গিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে ডিলারদের একাংশ। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে তাঁরা জানিয়েছেন, এইভাবে বাড়ি বাড়ি গিয়ে রেশন দেওয়ার বিষয়টা আইন বিরুদ্ধ। এই কাজের জন্য উপযুক্ত পরিকাঠামোও নেই তাঁদের। এমনকি এই কাজের জন্য প্রয়োজন প্রচুর লোকবল, সেটাও ডিলারদের কাছে নেই বলেই জানিয়েছেন তাঁরা।
ডিলাররা আরও জানিয়েছেন, বাড়িতে বাড়িতে রেশন পৌঁছে দেওয়ার জন্য গাড়ি, প্রচার এবং সংরক্ষণের খরচ সবকিছুই ডিলারদের বহন করতে হবে বলে জানিয়েছে রাজ্য সরকার। কিন্তু এই বিরাট পরিমাণ খরচ ডিলাররা বহন করতে পারছেন না বলেও জানিয়েছেন তাঁরা।