পকেটে রাখুন কুড়ি টাকা ! চলে যান বিদেশ ভ্রমণে, দুর্দান্ত সুযোগ আনছে ভারতীয় রেল

বাংলাহান্ট ডেস্ক : বাজারে কুড়ি টাকার মূল্য তেমনভাবে নেই। এক বেলার খাবারও কুড়ি টাকায় জোটেনা। কুড়ি টাকা দিয়ে আপনি বড়জোর দুটি সিঙ্গারা কিংবা একটি চকলেট কিনতে পারবেন। এক লিটার বোতলবন্দি জলের দামই বর্তমানে কুড়ি টাকা। কিন্তু এখন কুড়ি টাকা খরচা করলেই আপনি পৌঁছে যেতে পারবেন বিদেশ। এমন অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছে ভারতীয় রেল (Indian Railways)।

অবিশ্বাস্য মনে হলেও এটাই কিন্তু সত্যি। ভারতীয় রেল বহুদিন ধরে চেষ্টা চালাচ্ছিল যাত্রীদের অতি অল্প খরচে বিদেশে পৌঁছে দিতে। ২১ বছরের দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে তারা সফলতার মুখ দেখেছে। ভারতীয় রেল নামমাত্র খরচে এবার আপনাকে আমাদের পার্শ্ববর্তী দেশ নেপালে পৌঁছে দেবে। অপূর্ব সুন্দর পাহাড়ি এই দেশে আপনি মাত্র কুড়ি টাকা খরচ করেই পৌঁছে যেতে পারবেন।

গতবছর রেল পরিষেবা শুরু হয় বিহারের জয়নগর থেকে নেপালের কুর্থা পর্যন্ত। এই রুটে যাত্রীরা ভারত থেকে সহজেই নেপাল চলে যেতে পারেন খুবই কম খরচে। নূন্যতম কুড়ি টাকা ভাড়ায় ভারতীয় রেল এই পরিষেবা দিচ্ছে। পূর্ব এবং মধ্য রেল ভারত ও নেপালের মধ্যে এই রেল পরিষেবা দিচ্ছে। বর্তমানে ডিজেল ইঞ্জিন চালিত ট্রেন চলে এই রুটে। ৫ কামরার এই ট্রেনে আসন সংখ্যা ৩৫৮ টি।

এগুলির মধ্যে এসি সিট রয়েছে ১১২টি। এই ট্রেনের জেনারেল কামরার ভাড়া মাত্র কুড়ি টাকা। নন এসি সংরক্ষিত আসনের ভাড়া ৯০ ও এসি সংরক্ষিত আসনের ভাড়া ৪০০ টাকা। তবে আপনাদের জানিয়ে রাখি এই রেল পরিষেবা কিন্তু শুরু হয় সুদূর ব্রিটিশ আমলে। এই রুটে রেল পরিষেবা প্রথম শুরু হয় ১৯৩৭ সালে। ২০০১ সালের ভয়াবহ বন্যায় এই রুটটি ক্ষতিগ্রস্ত হয়।

Indian Railways

এরপর ২১ বছর বন্ধ ছিল এই রুটে ট্রেন চলাচল। ২০২২ সালে পুনরায় এই রুটে ট্রেন চলাচল শুরু করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং এই রুটের উদ্বোধন করেন। বর্তমানে দিনে দুবার এই রুটে ট্রেন চলাচল করে। জয়নগর থেকে এই ট্রেন ছাড়ে সকাল সাড়ে আটটায়। এরপর সেটি নেপাল গিয়ে পৌঁছায় সকাল সাড়ে দশটায়। বিকালে ফের এই রুটে ট্রেন চলাচল করে একবার। মাত্র দু ঘন্টায় বিহার থেকে সহজেই ট্রেনে করে পৌঁছে যাওয়া যায় নেপাল।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর