বাংলা হান্ট নিউজ ডেস্ক: আগামীকাল থেকে রোহিত শর্মার নেতৃত্বে অজিদের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে ভারতীয় দল। বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে ক্যাঙ্গারুরা বিশ্রাম দিলেও অস্ট্রেলিয়াকে হালকা ভাবে নিচ্ছেন না কোনও ভারতীয় ক্রিকেটারই। এশিয়া কাপের হার এখন অতীত। এখন ভারতকে প্রস্তুত হতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য। তবে এশিয়া কাপের কথা থেকে প্রাপ্ত ইতিবাচক এবং নেতিবাচক বিষয়গুলি ভুলতে পারছেন না ভারতীয় ক্রিকেটের সমর্থকরা।
ওই সিরিজের সবচেয়ে ইতিবাচক দিক ছিল বিরাট কোহলির ফর্মে ফেরা। দুটি অর্ধশতরান এবং একটি শতরান সহ বিরাট কোহলি এশিয়া কাপের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এবং ভারতীয় দলের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন। তাকে ফর্মে ফিরতে দেখে স্বস্তি পেয়েছিলেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। ৭১ তম শতরানের অপেক্ষারও অবসান ঘটেছিল। সর্বোচ্চ আন্তর্জাতিক শতরানের দৌড়ে বিরাট কোহলি ছুঁয়ে ফেলেছিলেন রিকি পন্টিংকে। কিন্তু সচিন টেন্ডুলকারকে কি ছুঁতে পারবেন বিরাট?
সম্প্রতি একটি সাক্ষাৎকারে পন্টিংকে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে পন্টিং বলেন, “তিন বছর আগে আপনি যদি আমাকে জিজ্ঞাসা করতেন যে বিরাট, সচিনকে ধরতে পারবে কিনা, তাহলে আমি হ্যাঁ বলতাম। কিন্তু মাঝে পরিস্থিতি অনেক বদলে গেছে। তবে আমি মনে করি বিরাট কোহলির পক্ষে এখনও অসম্ভব হয়ে যায়নি। কোহলির ক্ষমতাকে আমি সন্দেহ করবো না আর এই সম্ভাবনা সম্পর্কে আমি কখনোই “না” বলব না। যদিও ৩০ টি শতরানের দূরত্ব অতিক্রম করা খুবই কঠিন কাজ কিন্তু বিরাট কোহলির ব্যাট একবার চলতে শুরু করলে সব হিসাব উল্টে যেতে পারে। সকলেই জানে যে বিরাট সাফল্যের জন্য কতটা ক্ষুধার্ত।”
তবে সচিনের রেকর্ড যদি ভেঙেও যায়, তাহলেও তার এখনও অনেক সময় বাকিং আপাতত আসন্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে কোন রেকর্ডগুলি কোহলি ভেঙে দিতে পারেন সেগুলি এক এক করে দেখে নেওয়া যাক:-
১. বিরাট কোহলির এই মুহূর্তে সব রকমের টি-টোয়েন্টি ক্রিকেট মিলিয়ে রান সংখ্যা ১০,৯০২। আর ৯৮ রান করলেই প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ১১,০০০ টি-টোয়েন্টি রানের মালিক হয়ে যাবেন ৩৩ বছর বয়সী প্রাক্তন ভারতীয় অধিনায়ক।
২. এইমুহূর্তে ২৪০০২ রান করে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটের তৃতীয় সর্বোচ্চ রান স্কোরার কোহলি। আরে সামনে রয়েছে সচিন টেন্ডুলকারের এবং রাহুল দ্রাবিড়। সচিনের রানসংখ্যা এখনো বিরাটের থেকে অনেকটাই দূরে তবে চলতি সিরিজে আর মাত্র ৬২ রান করলেই রাহুল দ্রাবিড়ের ২৪০৬৪ রানের গণ্ডি টপকে ভারতীয় দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ আন্তর্জাতিক রান সংগ্রাহকে পরিণত হবেন তিনি।