কাঁপুনি ধরাচ্ছে শীত! তার মাঝেই বঙ্গে বৃষ্টির আশঙ্কা, ভাসতে চলেছে এই জেলাগুলি

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই বঙ্গজুড়ে (West Bengal) বেশ ভালোভাবেই অনুভূত হচ্ছে শীত (Winter)। প্রায় প্রতিদিনই নিম্নমুখী হচ্ছে পারদ। কলকাতা থেকে শুরু করে পার্শ্ববর্তী জেলাগুলি সহ সমগ্র দক্ষিণবঙ্গ (South Bengal) ও উত্তরবঙ্গেও (North Bengal) নিজের উপস্থিতি জানান দিচ্ছে শীত। তবে, এবার শীতের কাঁপুনির মাঝেই আবহাওয়া সংক্রান্ত বড় আপডেট সামনে এসেছে।

মূলত, আগামী কদিন শীতের প্রভাব কেমন থাকবে সেই বিষয়ে হাওয়া অফিসের তরফে বিস্তারিত তথ্য জানানো হয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, শীতের দাপিয়ে ব্যাটিংয়ের মাঝেই উঁকি দিচ্ছে বৃষ্টির সম্ভাবনাও। আপডেট অনুযায়ী, উত্তরবঙ্গের একদম ওপরের দিকের জেলাগুলি তথা দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। শুধু তাই নয়, আগামী বুধবারের মধ্যে দার্জিলিংয়ে তুষারপাতের প্রবল সম্ভাবনা রয়েছে বলেও জানা গিয়েছে।

It may rain in West Bengal in the middle of winter Weather Update

তবে, বৃষ্টির সম্ভাবনা যে শুধু দার্জিলিং এবং কালিম্পংয়েই সীমাবদ্ধ রয়েছে তা কিন্তু নয়। বরং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় তাপমাত্রা আরও নিম্নমুখী হতে পারে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির বিষয়ে নির্দিষ্টভাবে কোনো তথ্য না মিললেও ঠান্ডার রেশ ভালোভাবে বজায় থাকবে।

আরও পড়ুন: এবার বড় নোটিশের সম্মুখীন LIC! দিতে হবে বিপুল অঙ্কের জরিমানা, চিন্তায় ঘুম উড়ল গ্রাহকদের

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজ তাপমাত্রায় পৌঁছে গিয়েছে ১০ ডিগ্রির কাছাকাছি। যার মধ্যে ঝাড়গ্রামে ১১.০,পুরুলিয়ায় ১১.১, বাঁকুড়ায় ১১.৬ ,পানাগড়ে ১২.১, শ্রী নিকেতনে ১১.৪ এবং আসানসোলে তাপমাত্রা হল ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। শুধু তাই নয়, পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১০ ডিগ্রি ছুঁতে পারে।

আরও পড়ুন: হয়ে যান সতর্ক! ইলেকট্রিক স্কুটার কেনার আগে মাথায় রাখুন এই বিষয়গুলি, নাহলেই পড়বেন দুর্ভোগে

এমতাবস্থায়, চলতি সপ্তাহে আগামী পাঁচ থেকে সাত দিন নতুন করে কোনো সিস্টেমের সম্ভাবনা না থাকায় উত্তুরে হওয়ার অবাধ বিচরণ ঘটবে। সেই কারণেই বজায় থাকবে ঠান্ডার কাঁপুনিও। পাশাপাশি কলকাতার পারদও নেমে যেতে পারে ১৫ ডিগ্রির নিচে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর