বাংলাহান্ট ডেস্কঃ ভারতীয় ক্রিকেট দলের স্বনামধন্য খেলোয়াড় মনোজ তিওয়ারি (manoj tiwari) স্যোশাল মিডিয়্যায় বেশ অ্যাকটিভ। প্রায়শই বিভিন্ন ধরণের ট্যুইট বা পোস্ট শেয়ার করতে দেখা যায় তাকে। তবে সম্প্রতিকালে কৃষক আন্দোলন নিয়ে তাঁর করা একটি পোস্ট স্যোশাল মিডিয়ায় ব্যাপকহারে ভাইরাল হয়েছে।
ইতিমধ্যেই কৃষক আন্দোলন নিয়ে হলিউডের পপ তারকা রিহানা কৃষকদের সমর্থন করে একটি টুইট করেছিলেন। এরপরই ভারতীয় ক্রিকেটাররা রিহানার পোস্টের প্রতিক্রিয়া জানিয়ে, ভারতের আভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ না করার অনুরোধ জানিয়েছেন।
এই ঘটনার পর আবার স্যোশাল মিডিয়া দুভাগে ভাগ হয়ে যায়। কেউ কেউ পপ তারকা রিহানাকে সমর্থন করেন, আবার কেউ পাশে দাঁড়ান ভারতীয় ক্রিকেটারদের। তবে ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারির করা একটি পোস্ট বর্তমান সময়ে ব্যাপকহারে ভাইরাল হয়েছে স্যোশাল মিডিয়ায়।
When I was a kid, I never saw a puppet show. It took me 35 years to see one 😊 pic.twitter.com/AMCGIZMfGN
— MANOJ TIWARY (@tiwarymanoj) February 4, 2021
নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘ছোটবেলায় আমি কোনদিন পুতুল খেলা দেখিনি। তবে এই পুতুল খেলা দেখতে আমার ৩৫ বছর সময় লেগে গেল’।
Straight trees are cut first. That's why you didn't fit in BCCI team.
— विवेक त्रिपाठी (@vtripaathi) February 4, 2021
মনোজ তিওয়ারির এই পোস্টের পর এক ট্যুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘সোজা গাছ সবসময়ই আগে কেটে নেওয়া হয়। তাই BCCI দলে আপনি একেবারেই ফিট করেননি’।
https://twitter.com/ironically_mine/status/1357243349514653697
অপর এক স্যোশাল মিডিয়া ইউজার লিখেছেন, ‘দারুণ! BCCI পুতুল খেলা খেলছে’।