বাংলা হান্ট ডেস্ক : হুহু করে চড়ছে পশ্চিমবঙ্গের (West Bengal) তাপমাত্রার পারদ। রৌদ্রের প্রখর ত্বেজ পুড়িয়ে দিচ্ছে সারা বাংলাকে। তবে আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ রবিবার থেকেই আমূল পরিবর্তন হবে আবহাওয়া (West Bengal Weather)। জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে মৌসুম ভবন। বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে সারা রাজ্যই।
আবহাওয়া দফতর জানাচ্ছে, বৃষ্টি হলেও তাপমাত্রায় বিরাট কিছু পরিবর্তন হবে না। বৃষ্টির কারণে তীব্র গরম থেকে সামান্য রেহাই মিললেও গরম থেকে সম্পূর্ণ মুক্তি নেই। অবশ্য কালবৈশাখী হলে কিছুটা স্বস্তি পাওয়া যেতে পারে বলে জানা যাচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর যে, রবিবার থেকেই পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ওড়িশার উপর একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। আর তার জেরেই হতে পারে বৃষ্টি। তবে আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকতে চলেছে বলেই জানিয়েছে মৌসম ভবন।
রাজ্যে আগামী কয়েকদিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রার পারদ চড়তে পারে। শনিবার দিনও পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। যদিও তার সাথে এও জানায় যে, তার প্রভাবে গরম থেকে রেহাই মিলবেনা এক্ষুনি। কলকাতায় এখনো ৪০ ডিগ্রী না পৌঁছালেও আগামী কয়েকদিনের মধ্যেই পারদ ৪০ এর সীমা অতিক্রম করে যেতে পারে। কলকাতা এবং শহরতলীতে আপাতত বৃষ্টির সম্ভবনা খুবই কম। তবে শুধু দক্ষিণের জেলাগুলোই নয়, উত্তরেও চলবে গরমের দাপট।
প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায়ও রাজ্যের তিন জেলা পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল মৌসম ভবন। পাশাপাশি এ-ও জানিয়েছিল, এর ফলে তাপমাত্রা কমবে না। আগামী সপ্তাহে কলকাতায় দিনের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। পশ্চিমের জেলাগুলিতে কোথাও কোথাও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের মতো হাল উত্তরবঙ্গেও। সেখানে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরের জেলাগুলিতেও গরম বৃদ্ধি পাবে। বজায় থাকবে শুষ্ক আবহাওয়া।