শীতের মত এই মরশুমে গরমও পড়বে বেশী, জানাচ্ছে আবহাওয়া দপ্তর

বাংলাহান্ট ডেস্কঃ বর্ষা (Rain) আপাতত বিদায় নিয়েছে। হালকা ঠাণ্ডা আমেজ থাকবে বসন্তে (Spring)। ভোরের দিকে এবং রাতের দিকের তাপমাত্রা বেশ আরামদায়ক থাকবে। ফলে শহরবাসী (Kolkata) বেশ আয়েশ করে উপভোগ করতে পারবে বসন্তের মিষ্টি মধুর প্রেমময় হাওয়া। বেশ কিছুদিন হালকা শীতের আমেজ থাকবে বসন্তে জানিয়েছে আলিপুর (Alipore) আবহাওয়া দফতর Weather Office)।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত পশ্চিম বাংলার (West Bengal) আলিপুর আবহাওয়া (Weather) দপ্তর জানাচ্ছে, দক্ষিণ বঙ্গ মোটামুটি শুকনো থাকছে। বৃষ্টি হতে পারে উত্তর বঙ্গের জেলাগুলিতে। নামবে তাপমাত্রাও।  শহর কলকাতার আবহাওয়া থাকবে মোটের উপর রৌদ্রকরোজ্জ্বল।গতকাল কলকাতার সবোর্চ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা ৫০ শতাংশ। আজ কলকাতার সবোর্চ্চ তাপমাত্রা২৮ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা ৪৬ শতাংশ।

20 summer 609

আবহাওয়া দপ্তর জানাচ্ছে,শীতের মত এবার গরমের দাপটও থাকবে বেশী। উত্তর ও উত্তর পশ্চিম এবং মধ্য ভারতের পাশাপাশি ভারতের বিভিন্ন অংশে এবার ব্যাপক গরম পড়ার পূর্বাভাস রয়েছে। তবে আগামী কয়েকদিনে তাপমাত্রার তেমন একটা হেরফের হবে না।

২০২০ সালে মার্চ থেকে মে অবধি এই তিন মাসের তাপমাত্রা গড় স্বাভাবিক তাপমাত্রা থেকে ০.৫ থেকে ১ ডিগ্রী বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের বেশ কয়েকটি জেলায়ও গরম বাড়তে পারে। পুরুলিয়া (Purulia), বাঁকুড়া (Bankura), বীরভূম, পশ্চিম বর্ধমানের জেলাগুলিতে গরম পড়বে। আবার বেশকিছু জায়গায় যেমন হিমাচল প্রদেশ (Himachal Pradesh), উত্তরাখণ্ড, পশ্চিম রাজস্থান ও অরুণাচল প্রদেশে তাপমাত্রা স্বাভাবিকের ১ ডিগ্রির থেকেও বেশি বাড়বে।


সম্পর্কিত খবর