দক্ষিণবঙ্গে টানা ৩ দিন ঝমঝমিয়ে বৃষ্টি, তাপমাত্রা কমবে এই জেলাগুলিতে! সুখবর দিল আবহাওয়া দফতর

   

বাংলা হান্ট ডেস্ক : তীব্র তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণবঙ্গ (South Bengal)। চাঁদি ফাটা গরমে টেকা দায় হয়ে পড়েছে। বেলা বাড়তেই খাঁ খাঁ করছে চারিদিক। একফোঁটা বৃষ্টির আশায় রীতিমত চাতক পাখির মত চেয়ে আছে বাংলার মানুষ। গোটা এপ্রিল জুড়ে চলেছে তাপপ্রবাহের দাপট। মৌসম ভবন (India Meteorological Department) জানিয়েছে মে মাসের প্রথম সপ্তাহতেও মিলবেনা রেহাই। তবে সপ্তাহান্তে হতে পারে বৃষ্টি।

হাওয়া অফিসের পূর্বাভাস, আজ শুক্রবার থেকেই শুরু হবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত বৃষ্টি। ঐদিন উপকূলীয় এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা ও উত্তর ২৪ পরগনায়। সেই সাথে বৃষ্টি হতে পারে উত্তরের জেলাগুলিতেও। বৃষ্টি হবে রবিবারও। তবে গোটা দক্ষিণবঙ্গ ভিজবে মূলত সোম এবং মঙ্গলবার। বুধবারও জারি থাকতে পারে বৃষ্টিপাত। অর্থাৎ, একটানা চার থেকে পাঁচদিন বৃষ্টি চলবে বঙ্গে।

আলিপুর আবহাওয়া দফতরের (Weather) খবর, মূলত পশ্চিম ভারত থেকে আগত গরম হাওয়ার কারণেই বাধাপ্রাপ্ত হচ্ছে বঙ্গোপসাগরের জলীয়বাষ্প। যে কারণে রাজ্যে কালবৈশাখী আসতে পারছেনা। তবে আবহাওয়ার আমূল বদল ঘটবে শনিবার থেকে। রাজ্যে ঢুকবে বঙ্গোপসাগরের জলীয়বাষ্পপূর্ণ হাওয়া। তবে তার আগে শনিবার পর্যন্ত কোনও নিস্তার নেই।

আরও পড়ুন :ঘরে নেই টাকা, বাবা সামান্য কৃষক! সেই চাষির ছেলেই মাধ্যমিকের সেরা দশে

আপাতত তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়া জেলায়। দক্ষিণবঙ্গের পাশাপাশি হিট ওয়েভের সতর্কতা জারি উত্তরের জেলা গুলিতেও। মালদহ ও দক্ষিণ দিনাজপুরের কিছু জেলায় জারি থাকবে তাপপ্রবাহের স্পেল। তবে শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে। বৃষ্টির পাশাপাশি রয়েছে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস।

আরও পড়ুন :‘দফতরে ডেকে বারবার…’, রাজ্যপাল বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, থানায় পৌঁছালেন নির্যাতিতা

তবে আগামি রবিবার থেকেই কমবে তাপমাত্রা। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী চার-পাঁচদিনে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। অর্থাৎ, এখন যে অসহনীয় পরিস্থিতি তৈরি হয়েছে তা থেকে মিলবে রেহাই। হাওয়া অফিসের পূর্বাভাস, এরপরেও কিছুদিন তাপমাত্রার খুব একটা হেরফের হবেনা।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর