বাংলাহান্ট ডেস্কঃ মহিলারা (Women) এখন সর্ব ক্ষেত্রেই সমান পারদর্শী। এবার থাকবে না আর কোন লিঙ্গ বৈষম্য, সবাই পাবে সমানাধিকার। করোনা (COVID-19) মোকাবিলায় গঠিত কমিটিতে আরও বেশি পরিমাণে মহিলা সদস্যের নিযুক্তি চাইছেন ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ্পে কন্টি। নারী শক্তির ভূমিকার প্রকাশ ঘটাতে চান কন্টি।
মহিলা সদস্যের সংখ্যা বৃদ্ধির করতে চাইছেন কন্টি ইতালির সংসদের আরও বেশি মহিলা সদস্যের প্রয়োগ চাইছেন প্রধানমন্ত্রী কন্টি। মহিলাদের শক্তিকে স্বাগত জানাতে চেয়েছেন তিনি। বর্তমানে করোনা পরিস্থিতি মোকাবিলায় গঠিত কমিটিতে তাই আরও বেশি করে মহিলা সেনেটর রাখার অভিমত ব্যক্ত করেছেন।
মহিলা সদস্য নিযুক্ত করলে সরকার লাভবান হবে কন্টি ইতালির কোয়ারানটাইন পরবর্তী পুনরুদ্ধারের পরিকল্পনার জন্য অভিযুক্ত কমিটির চেয়ারম্যান ভিট্টোরিও কোলাওকে জানিয়েছেন, “বিশেষজ্ঞের কমিটিতে আরও বেশি পরিমাণে মহিলা সদস্য নিযুক্ত করতে হবে। যাঁর পেশাদার দিকে থেকে যোগ্য এবং গুণাবলীর অধিকারী তাঁদের এই কমিটিতে নিযুক্ত করতে হবে। এতে সরকার অনেক লাভবান হবে”।
তিনি আরও জানিয়েছেন, নাগরিক সুরক্ষা সংস্থার তরফ থেকে করোনা ভাইরাস সম্পর্কিত প্রযুক্তিগত-বৈজ্ঞানিক কমিটির মধ্যে ‘আরও বেশি সংখ্যক মহিলা সদস্য’ নিযুক্ত করতে হবে। এছাড়া তিনি করোনা ভাইরাসের বিরুদ্ধে কর্মরত সকল মন্ত্রীদের উদ্যেশ্যে বলেন, “সমস্ত মন্ত্রীদের জানানো হচ্ছে, যাতে তারা বিভিন্ন কার্যনির্বাহী গোষ্ঠী গঠনে লিঙ্গ বৈষম্যতা না করে মহিলাদেরকেও নেন”।
সিনেটে মহিলাদের সংখ্যা এখনও পর্যন্ত ১৪ জন পুরুষ এবং আট জন মহিলা সরকারের প্রধান পোর্টফোলিও ধারণ করেছেন। এবং সিনেটে ৩২০ টি আসন রয়েছে, যার মধ্যে ১১২ জন মহিলা নিযুক্ত রয়েছেন।