ব্রেকিং খবরঃ পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী!

বাংল হান্ট ডেস্কঃ ইতালির (Italy) প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতে (Giuseppe Conte) মঙ্গলবার নিজের পদ থেকে ইস্তফা দিয়ে দেন।  ইতালির রাষ্ট্রপতি সুত্র থেকে এই খবর পেয়ে সংবাদ সংস্থা রয়টার্স এই খবর প্রকাশ্যে আনে। ইতালির প্রধানমন্ত্রীর জিউসেপ কোঁতের ইস্তফার পর দেশে নতুন সরকার গঠনের সম্ভাবনা দেখা যাচ্ছে। এর আগে ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতে সিনেটে এক ভোটে বেঁচে যাওয়ার পর তার জোটের বাইরের সাংসদদের তাঁর সংখ্যালঘু সরকারে যোগ দেওয়ার আহ্বান জানান।

লক্ষণীয় বিষয় হচ্ছে, করোনার মহামারী দ্বারা সৃষ্ট অর্থনৈতিক সঙ্কট থেকে উদ্ধার পেতে প্রধানমন্ত্রীর সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন, এ কারণেই তিনি সংসদ সদস্যদের তাঁর দলে যোগদানের আহ্বান জানিয়েছেন। তবে, ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতের পদত্যাগের পর কোঁতেকে আরও শক্তিশালী একটি সরকার গড়ার সুযোগ দিতে পারেন প্রেসিডেন্ট।


Baisakhi Dutta

সম্পর্কিত খবর