বাংলাহান্ট ডেস্কঃ ইটালিকে (Italy) করোনা মোকাবিলার জন্য প্রয়োজনীয় সরঞ্জামের জোগান দেবে ভারত (India)। ইটালির প্রধানমন্ত্রীকে এমনটাই আশ্বাস বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra modi)। দ্বিপাক্ষিক সম্পর্কে আরও মজবুত করার জন্য দুই দেশের প্রধানমন্ত্রী নিজেদের মধ্যে আলোচনার পথ উন্মুক্ত করে দেয়।
ইটালিতে করোনার প্রভাব
চীনের উহানের করোনা ভাইরাসের (COVID-19) প্রভাবে চীন ছাড়িয়ে এখন সমগ্র বিশ্ব প্রভাবিত হচ্ছে। এই সংকটের সময় ইটালিও প্রবল সংকটের মুখোমুখি। ইতিমধ্যেই এই মারণ ভাইরাসের প্রকোপে পড়ে ইতালির ৩০ হাজারেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। আক্রান্ত হয়েছেন কয়েক হাজার মানুষ।
ভারতের প্রধানমন্ত্রী বললেন পাশে আছি
ইটালিতে করোনা ভাইরাস ভয়াবহ তাণ্ডবলীলা চালাচ্ছে। এই পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ইটালির প্রধানমন্ত্রীর ফোনালাপ হয়। এই বাক্যালাপের মাধ্যমে ইটালির এই দুঃসময়ে মোদী জী তাঁর সমবেদনা জানান। এই সংকটের সময় ইটালির নাগরিকদের সাহসেরও অধিক প্রশংসা করেন ভারত প্রধানমন্ত্রী।
প্রাবাসি নাগরিকদের বিষয়ে আলোচনা
বৈশিক স্তরে ছড়িয়ে পড়া করোনা মহামারির প্রভাবে এই দুই প্রধানমন্ত্রী একে অপরের দেশের মুষড়ে পড়া অর্থনীতি এবং স্বাস্থ্যবিধি নিয়েও আলোচনা করেন। এক দেশ অন্য দেশে আটকে পড়া প্রাবসি নাগরিকদের বিষয়েও দেখাভালের বিষয়ে আলোচনা করেন।
মৃত্যু ভয়ের আশঙ্কার মধ্যেও আশার আলো
এই সংকটের মধ্যেও শোনা যাচ্ছে ইটালি ঘোষণা করেছে, তারা ইতিমধ্যেই করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করে ফেলেছেন। এই ভ্যাকসিন জীবজন্তুর উপর পরীক্ষা করার পর, বর্তমানে তা মানুষের উপরও কাজ করতে শুরু করে দিয়েছে। রোমের হাসপাতালে এই ভ্যাকসিন প্রয়োগও শুরু করা হয়ে গিয়েছে। বিপুল পরিমাণ সাফল্য মিলতে থাকা এই ভ্যাকসিনের বিকাশে যদি ইটালি সফল হয়ে যায়, তাহলে করোনা ভাইয়ারসের বিরুদ্ধে সঠোর ভাবে রুখে দাঁড়ানো সম্ভব হবে।