লাখ টাকার কাছাকাছি বেতন! একাধিক পদে নিয়োগ, কর্মসংস্থানের সুযোগ দিচ্ছে ITBP

বাংলাহান্ট ডেস্ক : ফের একবার বড় সুখবর চাকরি প্রার্থীদের জন্য। খুব শীঘ্রই শত শত শূন্যপদে নিয়োগ করতে চলেছে ইন্দো-টিবেটিয়ান বর্ডার পুলিশ। নিয়োগের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫২৬টি শূন্যপদে সাব-ইনস্পেক্টর, হেড কনস্টেবল এবং কনস্টেবল নিয়োগ করা হবে। recruitment.itbpolice.nic.in – এই ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে প্রার্থীদের। অফিসিয়াল ওয়েবসাইটে এখনো ইন্দো-টিবেটিয়ান বর্ডার পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেনি।

There is a job opportunity in this organization job update.

সংবাদপত্রে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। খুব শীঘ্রই এই নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশ পাবে ইন্দো-টিবেটিয়ান বর্ডার পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে। ITBP SI এবং Constable Recruitment-র আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ১৫ই নভেম্বর থেকে। ১৪ই ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। পুরুষ ও মহিলা উভয়ই আবেদন জানাতে পারবেন এই পদে।

কোন পদে কত নিয়োগ (Recruitment):

সাব-ইনস্পেক্টর (টেলিকমিউনিকেশন) পদে ৯২ জন(৭৮ জন পুরুষ, ১৪ জন মহিলা),  হেড কনস্টেবল (টেলিকমিউনিকেশন) পদে ৩৮৩ জন (পুরুষ ৩২৫ জন, মহিলা ৫৮ জন), কনস্টেবল (টেলিকমিউনিকেশন) পদে ৫১ জনকে (৪৪ জন পুরুষ এবং ৭ জন মহিলা) নিয়োগ করা হবে।

আরোও পড়ুন : পরপর দুই মেয়ের জন্ম, সয়েছেন পরিবারের কটুক্তি, ছোট থেকেই লড়াই করে সফল হয়েছেন বাবা হারা ত্বরিতা

এছাড়াও এক্স সার্ভিস ম্যানদের জন্য সংরক্ষিত রয়েছে ১০% পদ। SI পদে আবেদনের জন্য ২০-২৫ বছর, হেড কনস্টেবল পদে আবেদনের জন্য ১৮-২৫ বছর এবং কনস্টেবল পদে আবেদনের জন্য ১৮ থেকে ২৩ বছরের মধ্যে বয়স হতে হবে প্রার্থীর।

Rail Job update recruitment is being done in this central organization.

সাব-ইনস্পেক্টর (এসআই) পদের জন্য ২০০ টাকা ও হেড কনস্টেবল এবং কনস্টেবল পদের জন্য ১০০ টাকা আবেদন মূল্য দিতে হবে। সাব-ইনস্পেক্টর পদে ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা (লেভেল ৬), হেড কনস্টেবল পদে ২৫,০০০ টাকা ৮১,১০০ টাকা (লেভেল ৪), কনস্টেবল পদে ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা (লেভেল ৩) মাসিক বেতন প্রদান করা হবে।

ad

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর