বাংলা হান্ট ডেস্ক: রবিবার ভারী বৃষ্টির সঙ্গে ভূমিকম্পের জেরে নামল ধস, বন্ধ হয়ে গেল গঙ্গোত্রী সড়ক। এদিন ভোরে ধস নামে উত্তরাখণ্ডের চুঙ্গি বারেঠি এলাকায়। জানা গেছে পাহার থেকে পাথর গড়িয়ে পড়ে বন্ধ হয়ে গঙ্গোত্রী সড়ক, কাল যানজটের সৃষ্টি হয় ওই রাস্তায়, সমস্ত গাড়ি গুলি কে এরপর মানেরা বাইপাস দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়।
এছাড়াও এদিনই পাথর গড়িয়ে পড়া শুরু হয় বালতাল থেকে অমরনাথ যাওয়ার রাস্তায়। সেই সময় তীর্থযাত্রীরা ওই পথ দিয়েই যাচ্ছিলেন। পাহাড় থেকে গড়িয়ে পড়া পাথর থেকে তীর্থযাত্রীদের বাঁচাতে, আইটিবিপি–র কর্মীরা ঢাল হাতে ঘিরে ধরেন তাঁদের। একইভাবে আইটিবিপি–র কর্মীরা তীর্থযাত্রীদের রক্ষা করেন আরও উঁচু এলাকার একটি ঝরনার কাছ পাহাড় থেকে গড়িয়ে পড়া পাথর থেকে।