সলমনের ডাককে উপেক্ষা করেই চলে গেলেন বান্ধবী ইউলিয়া! ক‍্যামেরার সামনে অপদস্থ ভাইজান

Last Updated:

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের ‘মোস্ট এলিজিবল ব‍্যাচেলর’ এর তকমাটা বোধকরি একমাত্র সলমন খানকেই মানায়। পঞ্চাশের মাঝামাঝি এসেও তিনি অবিবাহিত। তবে প্রেমের প্রতি তাঁর না নেই। এখনো পর্যন্ত বহু অভিনেত্রীর সঙ্গেই সম্পর্কে জড়িয়েছেন সলমন। প্রত‍্যেকটাতেই ধাক্কা খেতে খেতে এখন এসে ঠেকেছেন ইউলিয়া ভান্টুরে। কিন্তু তিনিও সর্বসমক্ষেই সলমনকে ‘ধোঁকা’ দিয়ে পালালেন!

সোমবার ভগ্নীপতি আয়ুষ শর্মার জন্মদিনের পার্টি উপলক্ষে বোন অর্পিতা খানের বাড়িতে হাজির হন সলমন। সঙ্গে একই গাড়িতে ছিলেন প্রেমিকা ইউলিয়া। গাড়ি থামতেই ক‍্যামেরা কাঁধে পাপারাৎজি ঘিরে ধরে ভাইজানকে। গাড়ি থেকে নেমেই ক‍্যামেরার সামনে পোজ দিতে দাঁড়িয়ে পড়েন তিনি।


কিন্তু গাড়ি থেকে নেমেই সলমনের সামনে দিয়ে গটগট করে হেঁটে অ্যাপার্টমেন্টের মধ‍্যে ঢুকে যান ইউলিয়া। পাপারাৎজি দুজনকে একসঙ্গে পোজ দিতে বললে পেছন থেকে ইউলিয়াকে ডাক দেন সলমন। কিন্তু ভাইজানের কথায় পাত্তা দেওয়া তো দূরের কথা, একবার পেছন ফিরে তাকালেনও না তিনি!

অগত‍্যা ক‍্যামেরার সামনে আরো কিছুক্ষণের জন‍্য পোজ দিয়ে প্রেমিকার পিছু ধাওয়া করেন সলমনও। কিন্তু দরজার কাছাকাছি পৌঁছাতেই আরেক চমক অপেক্ষা করছিল ভাইজানের জন‍্য। দরজার সামনেই দাঁড়িয়ে ছিলেন তাঁর প্রাক্তন সঙ্গীতা বিজলানি। তবে সঙ্গীতা এক ঝলক তাকালেও সলমন অন‍্য দিকে তাকিয়ে ধীরে ধীরে ঢুকে যান অ্যাপার্টমেন্টের মধ‍্যে। ভিডিওটি এখন ভাইরাল সোশ‍্যাল মিডিয়ায়।

https://www.instagram.com/reel/CVdjYaigWdp/?utm_medium=copy_link

 

আয়ুষের জন্মদিনের দিনই আগামী ছবি ‘অন্তিম: দ‍্য ফাইনাল ট্রুথ’ ট্রেলার প্রকাশ‍্যে আনেন সলমন। এই প্রথম একসঙ্গে বড়পর্দায় জুটি বাঁধলেন সলমন আয়ুষ। ছবিতে একে অপরের প্রতিপক্ষ রূপে অভিনয় করছেন তাঁরা। একজন শিখ পুলিস অফিসারের চরিত্রে দেখা যাবে বলিউডের ভাইজানকে।

 অপরদিকে এক কুখ‍্যাত গ‍্যাংস্টারের ভূমিকায় অভিনয় করছেন আয়ুষ। দুজনের দৃষ্টিভঙ্গি, মতামত সম্পূর্ণ আলাদা। দুটি ভিন্ন জগতের মানুষ মুখোমুখি হলে যে সংঘাতটা সৃষ্টি হবে সেটাই তুলে ধরা হবে ‘অন্তিম’ ছবিতে। মহেশ মঞ্জরেকর পরিচালনা করছেন ‘অন্তিম: দ‍্য ফাইনাল ট্রুথ’ ছবিটি। এর আগে দাবাং সিরিজেও মহেশের সঙ্গে কাজ করেছেন ভাইজান। ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছে সলমন খান ফিল্মস। জানা গিয়েছে, মারাঠি ক্রাইম ড্রামা ‘মুলসি প‍্যাটার্ন’ এর উপর ভিত্তি করে তৈরি হতে চলেছে এই ছবি।

X