বাংলাহান্ট ডেস্ক: বয়সের কোঠা আগেই পঞ্চাশ পেরিয়ে গিয়েছে। কিন্তু বিয়ে নিয়ে কোনও উচ্চবাচ্যই করতে শোনা যায়নি তাঁকে। তিনি বলিউডের (bollywood) ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’, সলমন খান (salman khan)। বহুবার বহু অভিনেত্রীর সঙ্গে জড়িয়েছে তাঁর নাম। কিন্তু শেষ পর্যন্ত টেকেননি কেউই। কবে বিয়ে করবেন তিনি তাও কেউ জানেন না। যতবারই বিয়ের প্রসঙ্গ উঠেছে ততবারই এড়িয়ে গিয়েছেন সলমন।
সম্প্রতি বেশ কিছু সময় ধরে ইউলিয়া ভান্টুরের (iulia vantur) সঙ্গে সলমনের সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে। স্বাভাবিক ভাবেই পাপারাৎজি ইউলিয়াকেও বহুবার এই একই প্রশ্ন করেছেন। ঠিক কবে বিয়ের পিঁড়িতে বসছেন তাঁরা। তবে তাঁর থেকেও খুব একটা সন্তোষজনক উত্তর পাওয়া যায়নি। বরং অন্যান্য তারকাদের মতো বেশ ডিপ্লোম্যাটিক ভাবেই উত্তর দিয়ে প্রসঙ্গটা এড়িয়ে গিয়েছেন তিনি।
https://www.instagram.com/p/B_rM7mGlTZm/?igshid=1ppyke1da5s0m
https://www.instagram.com/p/B_hsBUBl0hz/?igshid=16ts0q3ze9qtb
ইউলিয়ার বক্তব্য, এই এক প্রশ্ন শুনতে শুনতে বিরক্ত হয়ে গিয়েছেন তিনি। তিনি আরও বলেন, তাঁর মাও একই প্রশ্ন করেন তাঁকে। ইউলিয়ার মতে, বিয়ে যখন খুশি যাকে খুশি করা যায়। কিন্তু দুটো মানুষের একসঙ্গে মিলেমিশে, একে অপরকে বুঝে থাকাটাই আসল।
https://www.instagram.com/p/B_14u8JlVwt/?igshid=1qp0la9xgky5u
https://www.instagram.com/p/B_zzH5YF7BO/?igshid=1rkln9aanfv4o
প্রসঙ্গত, এই মুহূর্তে সলমনের পানভেলের বাগান বাড়িতে একসঙ্গে লকডাউন কাটাচ্ছেন ইউলিয়া ও সলমন। এর আগে সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয় একটি ভিডিও। ইউলিয়া লাইভ শো করছিলেন বাগান বাড়িতে বসে। হঠাৎ করেই সলমন ঢুকে আসেন তাঁর ঘরে। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে যান ইউলিয়াও। কিন্তু তার পরক্ষণেই হেসে বিষয়টা সামাল দেওয়ার চেষ্টা করেন তিনি। কিন্তু ততক্ষণে ভাইরাল হয়ে যায় এই ভিডিও।
https://www.instagram.com/p/B_7sBL_l2hy/?igshid=2fr140dd2pno
https://www.instagram.com/p/B_4dnplFsgm/?igshid=1blazcp1alkex
এরপরেও সলমনের বাগান বাড়িতে তোলা ভিডিওতে দেখা মিলেছে ইউলিয়ার। একসঙ্গে স্থানীয় দুঃস্থ মানুষদের ত্রাণ পৌঁছে দিতেও দেখা গিয়েছে সলমন ও ইউলিয়াকে।
‘মৃত্যুকুম্ভ’ মন্তব্যের পর তীব্র কটাক্ষ! এবার মমতার সন্দেহ ‘১৪৪ বছর’ পর মহাকুম্ভ নিয়ে