পুতিন ‘ঠগ অত‍্যাচারী’! ইউক্রেনের পাশে দাঁড়িয়ে সরব সলমন-প্রেমিকা ইউলিয়া

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের বহু তারকা রাজনৈতিক বিষয় নিয়ে মুখ খুললেও সলমন খান (Salman Khan) বা তাঁর সঙ্গে সম্পর্কিত মানুষদের বরাবর নীরব থাকতেই দেখা গিয়েছে। কিন্তু এবারে দেখা গেল অন‍্য রকম দৃশ‍্য। রাশিয়া (Russia) ইউক্রেন (Ukraine) সংঘাত নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন ভাইজানের চর্চিত প্রেমিকা ইউলিয়া ভান্টুর (Iulia Vantur)। সোশ‍্যাল মিডিয়ার মাধ‍্যমে নিজের মতামত ব‍্যক্ত করেছেন তিনি।

কর্মসূত্রে দীর্ঘদিন ধরে মুম্বইয়ের বাসিন্দা হলেও ইউলিয়া আসলে ইউক্রেনের পড়শি দেশ রোমানিয়ার মেয়ে। দূরে থাকলেও প্রতিবেশীর এমন সঙ্কটে মন কেঁদে উঠেছে তাঁর। সোশ‍্যাল মিডিয়ায় ইউক্রেনের পাশে দাঁড়িয়ে রুশ প্রেসিডেন্ট পুতিনকে তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি। এমনকি রাষ্ট্রপ্রধানকে ‘অপরাধী’ বলেও তোপ দেগেছেন ইউলিয়া।


নিজের ইনস্টা স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন তিনি। সেখানে এক মহিলাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে এক ব‍্যক্তি। তাঁর হাতে ধরা একটি প্ল‍্যাকার্ড। সেখানে লেখা ‘আমি ক্ষমাপ্রার্থী যে আমি একজন রাশিয়ান’। ছবিটির সঙ্গে ইউলিয়া লিখেছেন, ‘পুতিনের মতো একজন ঠগ, অত‍্যাচারী ও যুদ্ধাপরাধী ব‍্যক্তি রাশিয়ার প্রতিনিধিত্ব করেন না। রাশিয়া বাসীদের দোষ দেবেন না।’


রাশিয়া ইউক্রেন সংঘাত এখন বিশ্ব রাজনীতির সবথেকে গুরুত্বপূর্ণ ও চর্চিত বিষয়। দিনের পর দিন আরো সঙ্কটজনক পরিস্থিতি হচ্ছে ইউক্রেনের। তাদের পাশে দাঁড়ানোর কথা ইতিমধ‍্যেই ঘোষনা করেছে নেদারল‍্যান্ড সরকার। ইউক্রেনের বায়ুসেনার হাত মজবুত করতে কয়েকটি এয়ার ডিফেন্স রকেট পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে নেদারল‍্যান্ড।

রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে সরব হয়েছে বলিউড তারকারাও। তালিকায় রয়েছে বলিউড ইন্ডাস্ট্রির জাভেদ আখতার, সোনু সূদ, রিচা চাড্ডা, তিলোত্তমা সোমের মতো অভিনেতা অভিনেত্রী, গীতিকাররা। বিষয়টা নিয়ে কটাক্ষের সুরে জাভেদ আখতার প্রশ্ন করেছেন, ‘রাশিয়ান বা ইউক্রেনীয় বিবাদ ন‍্যায়বিচারের অনুভূতি জাগায় বা তাদের মধ‍্যে দুর্বলকে রক্ষা করার মানবিক ইচ্ছা পরিস্ফূট হয়, তবে সব পশ্চিমী শক্তিগুলো সৌদি কার্পেট বোমা বিষ্ফোরণ বা ইয়েমেনের মতো ছোট দেশে হিংসা নিয়ে এত উদাসীন কেন?’

সম্পর্কিত খবর

X