বাংলাহান্ট ডেস্ক : পদ্ম শিবিরে (Bharatiya Janata Party) একে একে বলিউডের তারকাদের আগমন হচ্ছে। তার মধ্যে বলিউডের অন্যতম আলোচিত বা বলা যেতে পারে সমালোচিত সুন্দরী অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut) এক সাক্ষাৎকারে তার এক মনের গোপন ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি খোলাখুলি জানিয়েছেন যে তিনি এবার প্রত্যক্ষ রাজনীতিতে নামতে চান। আর সেই কারণেই তিনি যোগদান করতে চান বিজেপি পার্টিতে।
এবং শুধু তাই নয় তিনি বরং আরো জানিয়েছেন যে আগামী লোকসভা নির্বাচনে অর্থাৎ ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে হিমাচল প্রদেশ থেকে তিনি ভোটে দাঁড়াবেন। আর এই কথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কানে পৌঁছতে বেশি দেরি হয়নি। আর এই কথা শোনার পরেই তিনি তার দলে অর্থাৎ বিজেপিতে স্বাগত জানিয়েছেন অভিনেত্রী কঙ্গনাকে। তবে তার সাথে তিনি দিয়েছেন কিছু শর্ত।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন , “আমাদের দলে যারা স্ব ইচ্ছায় যোগ দিতে প্রস্তুত তাদের আমরা ফিরিয়ে দিই না। তাই অভিনেত্রী কঙ্গনাকে আমাদের দলে স্বাগত জানাই। কিন্তু আগামী লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে তিনিই যে ইচ্ছা প্রকাশ করেছেন সেই ইচ্ছা কতটা পূর্ণ হবে তা আমরা এখনই কিছু সিদ্ধান্ত নিতে পারছি না। কারণ একদম নিচুস্তর থেকে দলের অন্যান্য নেতৃত্ব পর্যন্ত সবার মতামতেই ঠিক করা হয় নির্বাচনে কারা প্রতিদ্বন্দ্বিতা করবেন সেই বিষয়টি। সংসদীয় বোর্ড ও অন্যান্য দলের নেতৃত্বদের সাথে পরামর্শ করার পর কাদের ভোটের টিকিট দেওয়া হবে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।”
এবং এর সাথে সাথেই তিনি আরো বলেন , “আমরা কোন শর্তের ভিত্তিতে দলে কাউকে নিই না। নিঃস্বার্থভাবে যদি কেউ চায় আমাদের দলে যোগ দেবেন তাহলে তাকে অবশ্যই স্বাগত। আর নিঃশর্তভাবে যোগদান করলে তবে এই দল সিদ্ধান্ত নেবে যে কাকে কোন দায়িত্ব দেওয়া হবে”
যদিও অপরদিকে একটি সাক্ষাৎকারে অভিনেত্রী কঙ্গনা জানিয়েছিলেন, হিমাচল প্রদেশ থেকে বিজেপির হয়ে নির্বাচনে দাঁড়ানোর ইচ্ছা তার হলেও সেই ইচ্ছা বাস্তবায়িত তখনই হওয়া সম্ভব যখন হিমাচল প্রদেশের রাজ্যবাসী ও বিজেপি দলের সকলে আমার এই ইচ্ছা মেনে নেবেন। প্রসঙ্গত হিমাচল প্রদেশে ২০১৭ সালের পর এই বছর অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন ।এবং এই নির্বাচনের প্রথম দফা অনুষ্ঠিত হতে চলেছে ১২ ই নভেম্বর। এবং আগামী ৮ই ডিসেম্বরে করা হবে ভোট গণনা।
এর আগেও ইন্দিরা গান্ধীর চরিত্রে সিনেমায় তাকে রাজনীতি করতে দেখা গেছে আগে এবং সেই ব্যাপারই বাস্তবায়িত হওয়ার প্রসঙ্গে এক সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়। যে তিনি রাজনৈতিকভাবে দেশের মানুষের জন্য কাজ করবেন কিনা? তার উত্তরে অভিনেত্রী কঙ্গনা জানান রাজনৈতিক দলে যোগ দেওয়ার সাথে সাথেই তিনি সেই রাজনৈতিক দলের সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকতে চান ।তার মধ্যে দেশ সেবা তো রয়েছেই। তবে এবারে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন যে কংগ্রেস ও বিজেপির মধ্যে চলতি বছর বিধানসভা ভোটে হতে পারে তুমুল লড়াই।