৬ মাস বয়সেই ছেড়ে চলে যান কুমার শানু, বাবার পরিচয় জানতেনই না ছেলে জান!

বাংলাহান্ট ডেস্ক: তারকা এবং তারকা সন্তানদের বিরুদ্ধে বারবার স্বজন পোষণের অভিযোগ এনেছে আমজনতা। তবে এমনো অনেক স্টারকিড রয়েছেন যাদের বাবা মা ইন্ডাস্ট্রির খ্যাতনামা ব্যক্তিত্ব হলেও সন্তান হিসেবে তার কোনো সুযোগ তারা পাননি। এই তালিকায় রয়েছেন কুমার শানু (Kumar Sanu) পুত্র জান কুমার শানুও (Jaan Kumar Sanu)।

বলিউড কাঁপানো গায়কের সন্তান হলেও জানের পরিচিতির পরিসর সীমিত। কেরিয়ারে কাঙ্খিত সাফল্য এখনো পাননি তিনি। মাঝে মাঝেই আফসোস করতে দেখা যায় তাঁকে, কুমার শানুর ছেলে হয়েও অবহেলিত তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন নিয়ে খোলাখুলি ভাবে কথা বলতে দেখা গিয়েছে তাঁকে।

bigg boss 14s jaan kumar sanu profile

 

তিনি জানান, বিগ বসের পর থেকে জান হিসাবে তাঁর পরিচিতি বাড়তে থাকে। ইন্ডাস্ট্রিতে জায়গা বানাতে কোনো সাহায্যই বাবা কুমার শানু করেননি তাঁকে। করলে আজ অন্যতম বড় নাম হতে পারতেন তিনি, বক্তব্য জানের। তিনি বলেন, তাঁর যখন মাত্র ছয় মাস বয়স তখনি বাবা তাঁর মাকে ছেড়ে চলে যান!

বাবার অস্তিত্ব প্রথমে জানতেনই না জান। তিনি বলেন, তাঁর কাছে বাবা এবং মা দুই-ই তাঁর মা রীতা ভট্টাচার্য। তিনি একা হাতে বড় করে তুলেছেন তাঁকে। বরং জান জানান, তিনি যখন পরবর্তীতে জানতে পারেন যে তাঁর বাবা কুমার শানু যিনি কিনা এত বড় একজন গায়ক, বিষয়টা মেনে নিতেই বেশ সমস্যা হয়েছিল তাঁর।

925319 kumarsanu sonjaan name

জান বলেন, মাকে ঘিরেই তাঁর জগৎ সংসার। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সেটাই থাকবে। হ্যাঁ, বাবার সঙ্গেও তাঁর সম্পর্ক ভালোই। তবে আর পাঁচজন বাবা ছেলের মতো নয়। তাঁদের মধ্যে এখনো রয়ে গিয়েছে আড়ষ্টতা। নিজের সন্তানের কেরিয়ার গড়তেই কোনো সাহায্য করেননি কুমার শানু। ক্ষোভ নেই বাবার প্রতি?

জান উত্তর দেন, তাঁর কোনো অভিযোগও নেই, চাহিদাও নেই। ঈশ্বরের প্রতি বিশ্বাস আছে তাঁর। নিজের যোগ্যতায় ইন্ডাস্ট্রিতে জায়গা বানাচ্ছেন তিনি। সম্প্রতি সুরকার অর্ক প্রভ মুখার্জির সঙ্গে মিলে নিজের একক গান ‘সুট্টা’ রিলিজ করেছেন জান কুমার শানু।

Niranjana Nag

সম্পর্কিত খবর