বাংলাহান্ট ডেস্ক: মার্কিন পপস্টার রিহানা (rihanna), পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের টুইটের পরেই গোটা বিশ্বের নজর ঘুরেছে ভারতের কৃষক আন্দোলনের (farmers protest) দিকে। গত কয়েক মাস ধরেই কেন্দ্রীয় সরকারের তিনটি কৃষিবিলের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে কৃষকরা। এবার তাতে লাগল আন্তর্জাতিক হাওয়া।
তবে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তারকারা কৃষক আন্দোলন নিয়ে মুখ খুলতে বেশ অস্বস্তিতেই পড়েছে কেন্দ্রীয় সরকার। রিহানাকে তীব্র তোপ দেগে ইতিমধ্যেই একের পর এক টুইট বাণ ছুঁড়তে শুরু করেছেন কঙ্গনা রানাওয়াত। তাঁকে ‘পর্ন গায়িকা’, ‘বোকা’ কিছুই বলতে বাকি রাখেননি অভিনেত্রী। ফলস্বরূপ ‘নীতি বিরুদ্ধ’ বলে কঙ্গনার কয়েকটি টুইটও মুছে দিয়েছে টুইটার (twitter) কর্তৃপক্ষ।
তাতে ক্ষুণ্ণ হয়ে টুইটারকে ‘চিনের পুতুল’ বলে তোপ দেগেছেন কঙ্গনা। এবার জল্পনা বাড়িয়ে রিহানার প্রশংসা করা একটি টুইট ‘লাইক’ করলেন টুইটার কর্তা জ্যাক ডরসি (jack dorsey)। শুধু তাই নয়, কৃষক আন্দোলন নিয়ে বিশেষ ইমোজির দাবি করা টুইটও লাইক করেছেন তিনি। এরপরই গুঞ্জন উঠেছে রিহানাকে প্রচ্ছন্ন সমর্থন করছেন জ্যাক ডরসি নিজেই।
এর আগেই কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ‘ব্যাড বুকে’ নাম লিখিয়েছে টুইটার। কৃষক আন্দোলনের সমর্থনকারী একশোর উপর টুইটার অ্যাকাউন্ট প্রথমে বন্ধ করে দিলেও ফের তা চালু করে দেয় টুইটার। এতেই ক্ষেপেছে কেন্দ্রীয় সরকার।
তবে টুইট ডিলিট হলেও রিহানার বিরুদ্ধে তোপ দাগতে ছাড়েননি কঙ্গনা। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে তিনি দাবি করেন, কৃষক আন্দোলন নিয়ে টুইট করার জন্য ১০০ কোটি টাকা পেয়েছেন রিহানা। তবে তার সপক্ষে কোনো যুক্তি খাড়া করতে পারেননি তিনি।
রিহানা ও গ্রেটা থুনবার্গ ভারতের কৃষক আন্দোলন নিয়ে সরব হলে আন্তর্জাতিক মহলেও শোরগোল পড়ে যায়। এরপরেই এই দুজনের উদ্দেশে তীব্র আক্রমণ শানান কঙ্গনা। রিহানাকে ‘পর্ন গায়িকা’, থুনবার্গকে ‘ইঁদুর’ বলে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি। এরপরেই কুইন অভিনেত্রীর বিরুদ্ধে আসরে নামে টুইটার কর্তৃপক্ষ।