ভারতের সিরিজ জয় রুখতে মরিয়া ইংল্যান্ড, শেষ টেস্টের জন্য বেছে নিল খতরনাক দল

বাংলা হান্ট ডেস্কঃ ভারতের বিরুদ্ধে চতুর্থ টেস্টে ১৫৭ রানে হার স্বীকার করতে হয়েছে রুট বাহিনীকে। ৫০ বছর পর ওভালে ভারতের বিরুদ্ধে ম্যাচ হেরেছে ইংল্যান্ড। ফলত ইতিমধ্যেই সিরিজে ২-১ ফলাফলে এগিয়ে গিয়েছে ভারত। এখন ম্যানচেস্টারে পঞ্চম টেস্টে কোনভাবে হার বাঁচাতে পারলেই ২০০৭ সালের পর ১৪ বছর বাদে ইংল্যান্ডের সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ রয়েছে ভারতের কাছে। এই অবস্থায় সিরিজ হার বাঁচাতে মরিয়া হয়ে উঠল রুট বাহিনী।

পঞ্চম টেস্টের জন্য দলে অন্তর্ভুক্ত হলেন দুই বিস্ফোরক তারকা ক্রিকেটার। হেডিংলি জয়ের পর চতুর্থ টেস্ট থেকে নাম সরিয়ে নিয়েছিলেন জস বাটলার কারণ নিজের সন্তানের জন্মের সময় পরিবারের পাশে থাকতে চেয়েছিলেন তিনি। পিতৃত্বকালীন এই ছুটি শেষ করে এবার দলে ফিরছেন এই তারকা উইকেটকিপার ব্যাটসম্যান। প্রসঙ্গত উল্লেখ্য সিরিজে খুব একটা ভালো ফর্মে ছিলেননা বাটলার। তিনি অবশ্যই চাইবেন পঞ্চম টেস্ট দলের হয়ে কিছু করে দেখাতে।

অন্যদিকে স্পিনার হিসেবে মঈন আলীর সঙ্গে এতদিন সঙ্গ দিচ্ছিলেন জো রুট। কিন্তু স্পিনার হিসেবে তিনি ততখানি দক্ষ নন, অপরপক্ষে ম্যানচেস্টারের উইকেট কিছুটা শুকনো হাওয়ায় স্পিনারদের সহায়তা পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আর সেই কারণেই এবার দলে অন্তর্ভুক্ত করা হল বাঁহাতি স্পিনার জ্যাক লিচকে। প্রসঙ্গত উল্লেখ্য ভারত সফরে যথেষ্ট ভালো পারফর্মেন্স দিয়েছিলেন এই বোলার। তারপর অবশ্য দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। এবার শেষ টেস্টে ভারতের বিরুদ্ধে মরিয়া কামড় দিতে দলে ফেরানো হল এই অভিজ্ঞ বোলারকে। অন্যদিকে ভারতীয় দলে রবীচন্দ্রন অশ্বিন এবার সুযোগ পান কিনা সেদিকেও নজর থাকবে সকলের তবে ইংল্যান্ড যে ভারতের বিরুদ্ধে সমস্ত রকম প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করবে এই দল দেখেই তা অনুমান করা যায়।

IMG 20210907 191023

পঞ্চম টেস্টের জন্য ইংল্যান্ড দলঃ

জো রুট (অধিনায়ক), মঈন আলী, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, ররি বার্নস, জস বাটলার, স্যাম কুরান, হাসিব হামিদ, ড্যান লরেন্স, জ্যাক লিচ, ডেভিড মালান, ক্রেইগ ওভারটন, অলি পোপ, অলি রবিনসন, ক্রিস ওকস, মার্ক উড


Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর