ডিপ-কাট ড্রেসে চরম পোশাক বিভ্রাট! তড়িঘড়ি মঞ্চ ছাড়লেন জ্যাকলিন

বাংলাহান্ট ডেস্ক: ‘আউটফিট ম্যালফাংশন’ বা সাদা বাংলায় পোশাক বিভ্রাট শব্দটার সঙ্গে অনেকেই এখন পরিচিত হয়ে গিয়েছেন। বহু তারকাই নানা সময়ে এই কারণে অস্বস্তির মুখে পড়েছেন। অসাবধানতা বশত পোশাক সরে গিয়ে বিব্রত হতে হয়েছে তাঁদের। তার ওপর সবসময় তারকাদের প্রতিটা গতিবিধির ওপর তীক্ষ্ণ নজর রয়েছে পাপারাৎজির। তাদের দৌলতেই নেটদুনিয়ায় ফাঁস হয় পোশাক বিভ্রাটের ঘটনা।

সম্প্রতি এমনই পরিস্থিতির মুখে পড়লেন জনপ্রিয় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। এক অ্যাওয়ার্ড শোতে হাজির হয়েছিলেন অভিনেত্রী। স্বাভাবিক ভাবেই পাপারাৎজির অনুরোধে ক্যামেরার সামনে পোজ দিতে হয় তাঁকে। এদিন জ্যাকলিনের পরনে ছিল একটি রূপোলি রঙের জমকালো পোশাক। তবে ডিপ নেককাট হওয়ার কারনে পোশাকটি সামলাতে একটু বেগ পেতে হচ্ছিল অভিনেত্রীকে।

Jacqueline Fernandez A Gentleman 1900x

তা সত্ত্বেও ক্যামেরার সামনে পোজ দেন তিনি। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। অভিনেত্রীর অসাবধানতার দরুন পোশাক বিভ্রাট হওয়ায় একের পর এক ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে ওঠে। ব্যাপারটা বুঝতে পেরে তড়িঘড়ি মঞ্চের পেছনে চলে যান জ্যাকলিন। পোশাক ঠিক করে ফের ক্যামেরার সামনে দাঁড়ান তিনি।

এই ঘটনার ভিডিও এখন ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই বহু মানুষ দেখে ফেলেছেন ভিডিওটি। তবে জ্যাকলিন একা নন। এর আগে অনেক অভিনেত্রীর সঙ্গেই ঘটেছে এমন ঘটনা। তবে তাঁদের অপ্রস্তুতির হাত থেকে উদ্ধার করতে সহঅভিনেতাদের এগিয়ে আসতেও দেখা গিয়েছে। সম্প্রতি ‘গুড নিউজ’ ছবির প্রচারে করিনাকে পোশাক বিভ্রাটের হাত থেকে রক্ষা করেন অক্ষয় কুমার। এর আগে বান্ধবী দিশা পাটানিকে পোশাক বিভ্রাটের হাত থেকে রক্ষা করেছিলেন টাইগার শ্রফ।

Niranjana Nag

সম্পর্কিত খবর