সুকেশের অপরাধ জানতেন, টাকার লোভে পাত্তা দেননি জ‍্যাকলিন! আরো বিপাকে অভিনেত্রী

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বিপদের খাঁড়া ঝুলছে অভিনেত্রী জ‍্যাকলিন ফার্নান্ডেজের (Jacqueline Fernandez) মাথার উপরে। প্রতারক সুকেশ চন্দ্রশেখরের (Sukesh Chandrasekhar) সঙ্গে তাঁর সম্পর্কের কথা যেদিন থেকে প্রকাশ‍্যে এসেছে সেদিন থেকেই কার্যত শনির নজর পড়েছে তাঁর উপরে। বলিউডে কাজ, সম্মান সবকিছুই হারাতে বসেছেন জ‍্যাকলিন।

অনেকদিন ধরেই ইডির নজরে রয়েছেন জ‍্যাকলিন। একাধিক বার জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হয়েছে তাঁকে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের চার্জশিটে নাম রয়েছে অভিনেত্রীর। সেখানে দাবি করা হয়েছে, সুকেশের অপরাধ জীবন সম্পর্কে সবটাই জানতেন জ‍্যাকলিন। কিন্তু টাকার মোহে পড়ে কোনো পাত্তাই দেননি তিনি। বরং চোখ বন্ধ করে সুকেশের থেকে টাকা নিয়ে গিয়েছেন জ‍্যাকলিন। শুধু নিজে নয়, পরিবার ও বন্ধুদের জন‍্যও টাকা নিয়েছেন তিনি।


সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, চার্জশিটে ইডি জানিয়েছে যে টাকার লোভে সুকেশের অপরাধকে পাত্তাই দেননি জ‍্যাকলিন। নিজে তো প্রতারণার টাকায় দামী উপহার নিয়েইছেন, উপরন্তু নিজের পরিবার এবং বন্ধুবান্ধবদের জন‍্যও টাকা নিয়েছেন জ‍্যাকলিন। আর এইভাবেই প্রত‍্যক্ষ বা পরোক্ষ ভাবে তিনিও জড়িয়ে পড়েছেন অপরাধের সঙ্গে।

চার্জশিটে আরো দাবি করা হয়েছে, জ‍্যাকলিন নাকি বারংবার অস্বীকার করছেন যে প্রতারণার টাকায় সুকেশ উপহার কিনে দিয়েছেন তাঁকে। জ‍্যাকলিনের ৭.২ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি। এর আগে জ‍্যাকলিন দাবি করেছিলেন, তাঁকে জোর করে কিছু উপহার ধরিয়ে দেওয়া হয়েছিল বলেই এটা উপেক্ষা করা যায় না যে তিনি সুকেশ চন্দ্রশেখরের দ্বারা প্রতারিত হয়েছিলেন।

সঙ্গে তিনি আরো জানিয়েছিলেন, তিনি আরো অনেক কিছু খুইয়েছেন যার মূল‍্য টাকা দিয়ে হয় না। যে সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করেছে সেটা ইন্ডাস্ট্রিতে তাঁর এতদিনের রক্ত আর ঘাম ঝড়ানো পরিশ্রমের ফসল বলে দাবি করেছিলেন জ‍্যাকলিন।


ইডির বিরুদ্ধে আরো অভিযোগ উঠেছে, নোরা ফতেহি সহ বলিউডের আরো কয়েকজন অভিনেত্রী সুকেশ চন্দ্রশেখরের থেকে উপহার নিয়েছিলেন। কিন্তু তাঁদের সাক্ষী হিসাবে পেশ করা হচ্ছে। অথচ জ‍্যাকলিনকে অভিযুক্ত হিসাবে দেখানো হচ্ছে। এতেই বোঝা যাচ্ছে ইডি কতটা প্রতারণা করছে।

সম্পর্কিত খবর

X