মাদার টেরেসার আদর্শে অনুপ্রাণিত, পথে নেমে দরিদ্রদের নিজে হাতে খাবার বিতরণ করলেন জ‍্যাকলিন

বাংলাহান্ট ডেস্ক: ভারতে আছড়ে পড়েছে করোনার (corona) দ্বিতীয় ঢেউ। গোটা দেশ জুড়ে অক্সিজেন ও বেডের আকালের মধ‍্যেও মানুষ বেঁচে থাকার জন‍্য সংগ্রাম করে চলেছে। প্রতিকূল পরিস্থিতি মানুষকে শিখিয়েছে একে অপরকে পাশে দাঁড়াতে। সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও বাড়িয়ে দিচ্ছেন সাহায‍্যের হাত। কেউ কেউ ভার্চুয়ালি তো কেউ কেউ মানুষের মাঝে রাস্তায় নেমে এসে দাঁড়াচ্ছেন।

এই দলে এবার যোগ দিলেন অভিনেত্রী জ‍্যাকলিন ফার্নান্ডেজ (jacqueline fernandez)। মাদার টেরেসার আদর্শে অনুপ্রাণিত হয়ে পথে নেমে খাবার বিতরণ করলেন মানুষকে। মুম্বইয়ের প্রাক্তন পুলিস কমিশনার ডি শিবনন্দনের সংস্থা রোটি ব‍্যাঙ্ক ও ইয়োলো ফাউন্ডেশনের সঙ্গে হাত মিলিয়েছেন তিনি। মুম্বইয়ের রাস্তায় এদিন নিজে হাতে খাবার বিতরণ করলেন জ‍্যাকলিন।

850533 jacqueline fernandez 4
এই উদ‍্যোগের ছবি নিজেই সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেছেন জ‍্যাকলিন। সেই সঙ্গে তিনি জানিয়েছে এখনো পর্যন্ত লক্ষ লক্ষ মানুষের খাবার যুগিয়েছে এই রোটি ব‍্যাঙ্ক। মহামারির সময়ও খাদ‍্য বিতরণের কাজ করেছে তারা। গত বছর গোটা লকডাউনেই সলমন খানের ফার্ম হাউসে কাটিয়েছেন জ‍্যাকলিন।

https://www.instagram.com/p/COhPE6XNket/?igshid=1xen2x3uom6rh

সেই সময় সলমনের সঙ্গে হাতে হাত মিলিয়ে দুঃস্থ মানুষের কাছে খাবার পৌঁছানোর দায়িত্ব নিয়েছিলেন অভিনেত্রী। এবার নিজের উদ‍্যোগেই সাহায‍্যের হাত বাড়ালেন জ‍্যাকলিন। তাঁর এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন অনুরাগীরাও। সকলেই ধন‍্য ধন‍্য করছেন জ‍্যাকলিনকে।

এর আগে করোনা পরিস্থিতিতে সহায়তা করেছেন সুনীল শেট্টি। বিনামূল‍্যে অক্সিজেন কনসেনট্রেটরের ব‍্যবস্থা করেছেন তিনি। কেভিএন ফাউন্ডেশনের সঙ্গে হাত মিলিয়েছেন সুনীল। এই সংস্থার এক নয়া প্রকল্প ‘Feed My City to provide oxygen concentrators’ এর সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। এই বিষয়ে একটি টুইটে অভিনেতা লেখেন, ‘আমার কঠিন পরীক্ষার মধ‍্যে দিয়ে যাচ্ছি। কিন্তু আশার আলো যে একে অপরকে সাহায‍্য করার  জন‍্য মানুষ হাতে হাত মিলিয়েছে। আমি এই উদ‍্যোগে শামিল হতে পেরে খুবই কৃতজ্ঞ। এটি কেভিএন ফাউন্ডেশনের একটি উদ‍্যোগ বিনামূল‍্যে অক্সিজেন কনসেনট্রেটর দেওয়ার জন‍্য।’

মুম্বই ও বেঙ্গালুরুতেই আপাতত এই বিনামূল‍্যে অক্সিজেন কনসেনট্রেটর দেওয়ার প্রকল্প চালু হয়েছে। নিজের অনুরাগীদেরও সাহায‍্যের হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ করেছেন সুনীল। যেকোনো প্রয়োজনে তিনি সাহায‍্য করতে প্রস্তুত বলেও জানিয়েছেন অভিনেতা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর