উচ্চ শিক্ষিত, JU থেকে PhD, কত সম্পত্তির মালিক যাদবপুরের বিজেপি প্রার্থী? রইল অনির্বাণ গাঙ্গুলির খুঁটিনাটি

বাংলা হান্ট ডেস্কঃ চব্বিশের লোকসভা নির্বাচনে বেশ কয়েকটি কেন্দ্রের দিকে নজর থাকবে সকলের। এমনই একটি আসন হল যাদবপুর। হাইভোল্টেজ এই কেন্দ্রে তৃণমূল দাঁড় করিয়েছে যুব নেত্রী সায়নী ঘোষকে। বামেদের বাজি সৃজন ভট্টাচার্য এবং বিজেপি দাঁড় করিয়েছে অনির্বাণ গাঙ্গুলিকে (Anirban Ganguly)। এই নেতার শিক্ষাগত যোগ্যতা কত? সম্পত্তির পরিমাণটাই বা কত? চলুন জেনে নেওয়া যাক।

অনির্বাণের শিক্ষাগত যোগ্যতার নিরিখে বলা হলে, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পূর্ণ করেছেন তিনি। একটি জনপ্রিয় ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, ২০১৯-২০ অর্থবর্ষে যাদবপুরের বিজেপি প্রার্থীর (Jadavpur BJP Candidate) আয়ের পরিমাণ ছিল ১৫,৩৯,০৮০ টাকা। অন্যদিকে সেই একই বছরে তাঁর স্ত্রীয়ের সম্পত্তির পরিমাণ ছিল ৯,০০,৪৩০ টাকা।

সেই সময় বেশ কয়েকটি ব্যাঙ্কে বিনিয়োগও ছিল অনির্বাণের। পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক সহ একাধিক ব্যাঙ্কে অ্যাকাউন্ট ছিল তাঁর। এর মধ্যে পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কের নয়া দিল্লির চাণক্যপুরী শাখায় সেই সময় ৩,৯১,১২৭ টাকা ছিল অনির্বাণের। এর পাশাপাশি তখন বেশ এলআইসি এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ ছিল তাঁর।

আরও পড়ুনঃ সাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়! সোমবার থেকে বৃষ্টি শুরু বাংলায়, আবহাওয়া বদল নিয়ে বিরাট আপডেট

ব্যাঙ্ক ব্যালেন্স, বিনিয়োগের কথা তো নাহয় জানা গেল, অনির্বাণের সম্পত্তির পরিমাণ কতখানি ছিল সেটাও চলুন জেনে নেওয়া যাক। সেই সময় দাঁড়িয়ে যাদবপুরের বিজেপি প্রার্থীর মোট সম্পত্তির পরিমাণ ছিল ৩৩,২৭,৮২১ টাকা। এছাড়া বিজেপি প্রার্থীর ৫ গ্রাম সোনা ছিল। সেই সময় দাঁড়িয়ে যার বাজার দর ছিল ২০,০০০ টাকা। অন্যদিকে তাঁর স্ত্রীয়ের নামে ৪০ গ্রাম সোনা ছিল। যার বাজারমূল্য তখন ছিল ১,৯০,০০০ টাকা।

Anirban Ganguly BJP

উল্লেখ্য, গত এপ্রিল মাস থেকে শুরু হয়েছে ‘দিল্লি দখলের লড়াই’। প্রত্যেক প্রার্থী প্রচারে নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছেন। যাদবপুর কেন্দ্রে নির্বাচন রয়েছে আগামী ১ জুন। গতবার এই আসন থেকে জয়ী হয়ে সংসদে গিয়েছিলেন তৃণমূলের মিমি চক্রবর্তী। এই ভোটে কে জয়ী হয় সেটাই এবার দেখার।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর