ধুম জ্বর নিয়েই প্রচার চালাচ্ছেন সায়নী! ‘আমার যুদ্ধ চলছে…’, জানালেন যাদবপুরের তৃণমূল প্রার্থী

বাংলা হান্ট ডেস্কঃ আগামী ১ জুন যাদবপুরে ভোটগ্রহণ। সপ্তম দফায় রাজ্যের এই হাই ভোল্টেজ কেন্দ্রে নির্বাচন হবে। গতবার এই আসন থেকে জয়ী হয়ে সংসদে গিয়েছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। এবার তাঁর পরিবর্তে আর এক টলি নায়িকার ওপর আস্থা রেখেছে তৃণমূল (TMC) শিবির। যুব নেত্রী সায়নী ঘোষকে (Saayoni Ghosh) এই কেন্দ্র থেকে দাঁড় করিয়েছে দল।

মাসখানেকের অপেক্ষা শেষে যাদবপুরে (Jadavpur) ভোট। তীব্র রোদ মাথায় নিয়েই এলাকায় এলাকায় ঘুর প্রচার চালাচ্ছেন সায়নী। ধুম জ্বর (Fever) হলেও প্রচার বন্ধ করেননি জোড়াফুল প্রার্থী। জানা যাচ্ছে, বিগত কয়েকদিন ধরেই শরীরটা ঠিক ভালো নেই সায়নীর। কিন্তু তা সত্ত্বেও নিয়মিত প্রচারে বেরোচ্ছেন তিনি।

এই প্রসঙ্গে জনপ্রিয় এক সংবাদমাধ্যমের কাছে সায়নী বলেন, ‘আমার এখন জ্বরের সঙ্গে যুদ্ধ চলছে। কিন্তু আজ যেন একটু বেশিই শরীরটা খারাপ লাগছে। জ্বরকে কয়েকদিন অপেক্ষা করে ৪ জুনের পর আসতে বলেছি’।

আরও পড়ুনঃ গোপনে BJP-র সঙ্গে মাখামাখি? ফুঁসে উঠলেন মমতা, দলের কোন কোন নেতাদের সতর্ক করলেন?

একদিকে এই তীব্র গরম, অন্যদিকে ধুম জ্বর। নিজেকে সুস্থ রাখতে কী কী নিয়ে বেরোচ্ছেন তৃণমূল প্রার্থী? সায়নী জানালেন, ‘বাইরে বেরোলে ORS, জলের বোতল আর সানস্ক্রিন থাকছেন। এছাড়া কিছুদিন ধরে টুপিও রাখছি। কিন্তু সেটা পরার সুযোগ পাচ্ছি না’।

অভিনেত্রী জানান, এই গরমে একটু ORS খাওয়ার জন্য দলীয় কর্মীদের মধ্যে রীতিমতো কাড়াকাড়ি পড়ে যাচ্ছে। এদিকে আবার রোদ থেকে বাঁচতে টুপি-ওড়না নিয়ে প্রচারে বেরোলেও সেগুলো ব্যবহার করতে পারছেন না সায়নী। তৃণমূল প্রার্থীর মুখ দেখতে ওড়না আর টুপি খোলার দাবি জানাচ্ছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বাসিন্দারা। তৃণমূল নেত্রীর জনপ্রিয়তা যে এই কেন্দ্রে প্রবল তা এখান থেকেই খানিকটা আঁচ করা যাচ্ছে।

Jadavpur TMC candidate Saayoni Ghosh is campaigning with high fever

এদিকে নির্বাচন প্রসঙ্গে সায়নীকে জিজ্ঞেস করা হলে তাঁর গলায় শোনা গেল আত্মবিশ্বাসের সুর। তৃণমূলের ভোট তৃণমূলেই থাকছে বলে মত তাঁর। তবে রামের ভোট বামে এবং বামের ভোট রামে আসছে বলে দাবি করেন অভিনেত্রী।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর