ভোটের মুখেই ঝটকা? এবার তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দিতে পারেন সায়নী ঘোষ? তোলপাড়

বাংলা হান্ট ডেস্কঃ শিয়রে লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। ১৯ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ। এবার একাধিক নতুন মুখকে টিকিট দিয়েছে তৃণমূল কংগ্রেস। দেবাংশু ভট্টাচার্য থেকে শুরু করে সায়নী ঘোষ (Saayoni Ghosh), একাধিক তরুণ নেতা-নেত্রীর ওপর আস্থা রেখেছে রাজ্যের শাসক দল। তবে এবার বিরাট দাবি সামনে এল যে কোনও দিন নাকি বিজেপিতে যোগ দিতে পারেন যাদবপুরের জোড়াফুল প্রার্থী সায়নী!

আসন্ন লোকসভা ভোটে যাদবপুরের (Jadavpur) মতো হাইভোল্টেজ কেন্দ্র থেকে সায়নীকে দাঁড় করিয়েছে তৃণমূল (TMC)। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে প্রচার করছেন তিনি। তবে এবার শোনা গেল তাঁর দলবদলের দাবিতে শোরগোল! নির্বাচন শুরুর দিনকয়েক আগে এহেন খবর সামনে আসায় স্বাভাবিকভাবেই চর্চা শুরু হয়ে গিয়েছে।

শুক্রবার সোনারপুরে প্রচারে গিয়েছিলেন সায়নী। সেদিন সিপিএমকে কড়া আক্রমণ করেছিলেন তৃণমূল (Trinamool Congress) প্রার্থী। এবার তার পাল্টা দিলেন বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য (Srijan Bhattacharya)। শনিবার সকালে রাজপুর সোনারপুর পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডে প্রচারে গিয়েছিলেন তিনি। সেখান থেকেই যাদবপুরের জোড়াফুল প্রার্থীকে আক্রমণ করেন তিনি। দাবি করেন, যে কোনোদিন বিজেপিতে (BJP) যোগ দিতে পারেন সায়নী।

আরও পড়ুনঃ ‘ঝুড়ি করে টাকা আনছিল, পড়ে গিয়েছে’! ‘ফুটো ভাঁড়’, মোদীকে ফালাফালা আক্রমণ মমতার

সৃজন বলেন, ‘অর্জুন সিং, বাবুল সুপ্রিয়, মুকুল রায়, রাজীব বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী ভট্টাচার্য, এনাদের দেখলেই ছবিটা পরিষ্কার হয়ে যায়। একসময় বিজেপিকে যারা কহো না প্যায়ার হ্যায় বলতো, এখনও তৃণমূলে হাম তুম বলেন। এরা যে ফের বিজেপির খোপে ঢুকবে না তার কোনও নিশ্চয়তা নেই। তাই সায়নী ঘোষ সহ এই মুহূর্তে যারা তৃণমূলে রয়েছেন, তাঁরা যে কোনও দিন বিজেপিতে ঢুকে যেতে পারেন। সেই কারণে আমরা বলছি ফুল বদলে লাভ নেই, আমরা ফল বদলাব। বিজেপিরও যে কেউ যে কোনও তৃণমূলে চলে আসতে পারেন’।

jadavpur tmc candidate saayoni ghosh

এখানেই না থেমে বিজেপি-তৃণমূলকে কার্যত ‘এক বৃন্তের দু’টি কুসুম’ আখ্যা দিতে চান সৃজন। তিনি বলেন, ‘গোডাউন একটাই তবে, শোরুম দু’টো আলাদা’। বাম প্রার্থীর কথায়, ‘তোলাবাজি, দাঙ্গাবাজির বিরুদ্ধে সিপিএমের লড়াই। রুজিরুটির জন্য আমরা লড়াই কর। সেই কারণে মানুষ আমাদের সমর্থন করবে’।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর