বাংলা হান্ট ডেস্কঃ ভোটের দিন সকাল থেকেই শিরোনামে রয়েছে যাদবপুর। হাইভোল্টেজ এই কেন্দ্রে এবার মুখোমুখি হচ্ছেন তিন হেভিওয়েট প্রার্থী। তৃণমূল টিকিট দিয়েছে সায়নী ঘোষকে (Saayoni Ghosh)। বামেদের বাজি যুব নেতা সৃজন ভট্টাচার্য এবং বিজেপি দাঁড় করিয়েছে অনির্বাণ গঙ্গোপাধ্যায়। আজ সপ্তম দফায় ভোটগ্রহণ (Lok Sabha Election 2024) চলছে যাদবপুরে (Jadavpur)। আর এদিনই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিরাট কথা বললেন সায়নী।
আজ সকালে শিব মন্দিরে পুজো দিয়ে ভোট দিতে যান জোড়াফুল (TMC) প্রার্থী। এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘যারা বুঝতে পারছেন জেতার কোনও সুযোগ নেই, তাঁরাই অশান্তি করছেন। তৃণমূল কংগ্রেসকে কিন্তু ওই পথে যেতে হচ্ছে না’। ভোটের দিনও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী শোনায় সায়নীকে।
এদিকে শনিবার সকাল থেকেই অগ্নিগর্ভ পরিস্থিতি ভাঙরে। ভোট শুরু হতেই বুথে এজেন্ট বসানো নিয়ে ভাঙরের নলমুড়ি এলাকায় অশান্তি বাঁধে। TMC এবং ISF-এর কর্মীদের মধ্যে বচসা শুরু হয়। সেই ঘটনার জেরে দুই দলেরই বেশ কয়েকজন জখম হন বলে খবর। কিছুজনের মাথা ফেটে গিয়েছে বলেও জানা যাচ্ছে। এরপর ভাঙর থানার পুলিশ ঘটনাথলে এলে ISF সমর্থকরা আবার বিক্ষোভ দেখাতে শুরু করেন। জয়েন্ট সিপি শুভঙ্কর সিনহাও ঘটনাস্থলে আসেন।
আরও পড়ুনঃ যাদবপুরে ধর্ষণের হুমকি! আক্রান্ত CPM, অভিযোগ তুলতেই বাংলা হান্টের ওপর চড়াও তৃণমূল
এই ব্যাপারে যাদবপুরের TMC প্রার্থীকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, মানুষ বেশি করে বেরিয়ে এসে ভোট দিক এটাই আমরা চাই। কারণ আমরা নিশ্চিত, মানুষ তৃণমূল কংগ্রেসের সমর্থনেই ভোট দেবেন। অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের কাছে আমার অনুরোধ, অশান্তি করবেন না। শান্তিপূর্ণভাবে মানুষকে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দিন।
উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগে একুশের বিধানসভা ভোটেও তৃণমূলের টিকিটে প্রার্থী হয়েছিলেন সায়নী। সেবার অবশ্য অল্পের জন্য বিধায়ক হওয়ার স্বপ্ন অধরা থেকে গিয়েছিল তাঁর। আসানসোল দক্ষিণ আসনে মাত্র ৪,০০০ ভোটে BJP-র অগ্নিমিত্রা পালের কাছে পরাজিত হন TMC-র এই দাপুটে নেত্রী। সেই সময় নেত্রী তাঁকে ভরসা জোগান। একুশের ভোটের সেই ধাক্কা ভুলে যাদবপুরে ফের ঘাসফুল ফোটানোর লক্ষ্যে ময়দানে নেমে পড়েছেন সায়নী।