বাংলা হান্ট ডেস্কঃ যাদবপুরকাণ্ডের পর এক সপ্তাহ পার। তবে এখনও সেই ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা অব্যাহত। অরূপ বিশ্বাস, সায়নী ঘোষ থেকে রাজ চক্রবর্তী, তৃণমূলের (Trinamool Congress) একাধিক বিধায়ক, সাংসদ এই নিয়ে সরব হয়েছেন। এবার সুর চড়ালেন কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। ‘যাদবপুরে পা রাখার কথা বলছেন, আগে নিজের বাড়িতে পা রাখতে পারবেন কিনা পাড়ায় সেই খবর নিন’, বলেন তিনি।
মদনকে (Madan Mitra) খোলা চ্যালেঞ্জ দীপ্সিতার!
গত শনিবার ওয়েবকুপার বার্ষিক সম্মেলনে যোগ দিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) গিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেখানে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন তিনি। শিক্ষামন্ত্রীকে হেনস্থা, পাল্টা তাঁর গাড়িতে এক ছাত্রকে ‘পিষে’ দেওয়ার মতো অভিযোগ ওঠে। এরপর এসএফআইয়ের রাজ্য সম্পাদক শাসকদলকে বার্তা দিয়ে বলেন, ‘সবাই চালিয়ে খেলো’। এবার পাল্টা দিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মদন (Madan Mitra) বলেন, ‘যত কাণ্ড যাদবপুরে! যাদবপুরে পা রাখার কথা বলছেন, আগে নিজের বাড়িতে পা রাখতে পারবেন কিনা পাড়ায় সেই খবর নিন। পরিস্থিতি যেদিকে যাচ্ছে…’। প্রবীণ তৃণমূল নেতা আরও বলেন, ‘এমন খেলা খেলেছে যে বিধানসভায় শূন্য হয়ে গিয়েছে। তার নীচে তো আর নামা যায় না’।
আরও পড়ুনঃ প্রত্যেকটি নথি অমূল্য, সংরক্ষণ করতেই হবে! এবার বড় রায় দিয়ে দিল সুপ্রিম কোর্ট! কোন মামলায়?
কামারহাটির বিধায়কের হুঙ্কার, ‘তৃণমূল জার্সি পরতে যাচ্ছে শুনলে এমনিই ওরা ঘরে ঢুকে যাবে’। এদিকে তৃণমূল নেতা এই মন্তব্য করতেই পাল্টা দিয়েছেন বাম নেত্রী দীপ্সিতা ধর (Dipsita Dhar)। ‘দম থাকলে মদন মিত্র ইলেকশনটা করে দেখান’, খোলা চ্যালেঞ্জ করেন তিনি।
মদনের (Madan Mitra) এই বক্তব্য শোনার পর দীপ্সিতা বলেন, ‘পশ্চিমবঙ্গ কারোর পৈতৃক সম্পত্তি নয়। বিশ্ববিদ্যালয় কারোর বাবা-কাকাদের জায়গা নয়। ছাত্রছাত্রীরা যখন নিগৃহীত হয়, পুলিশ যখন অত্যাচার করে, তখন সেই ছাত্রছাত্রীরা রাস্তায় নামলে লাল্টু-পল্টুরা ভোগে চলে যায়। দম থাকলে মদন মিত্র ইলেকশনটা করে দেখান’।
তৃণমূল-বিজেপির এই আক্রমণ-পাল্টা আক্রমণের আবহে আবার সুর চড়িয়েছে বিজেপি। পদ্ম নেতা দিলীপ ঘোষের দাবি, বিজেপিকে আটকাতে তৃণমূল কংগ্রেসই বামেদের নিরাপত্তা দিয়েছে। এর এখন সেই তৃণমূলই অভিযোগ আনছে।