‘হ্যাঁ আমিই…’, বিস্ফোরক স্বীকারোক্তি অভিযুক্তের! যাদবপুর কাণ্ডে মাথা ঘুরে যাওয়া তথ্য

বাংলা হান্ট ডেস্কঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের বাংলা অনার্সের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর রহস্য মৃত্যুতে (Jadavpur University Student Death) তোলপাড় গোটা দেশ। কেও যেন খুলে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্যান্ডোরা বক্স! স্বপ্নদীপের পরিবারের অভিযোগের ভিত্তিতে সর্ব প্রথম গ্রেফতার করা হয় সৌরভ চৌধুরী নামের এক প্রাক্তনীকে।

তদন্তের ভিত্তিতে গতকাল গ্রেফতার হয়েছেন দীপশেখর দত্ত (১৯), মনোতোষ ঘোষ (২০) নামের দুই পড়ুয়া। এই মনোতোষের ঘরেই স্বপ্নদীপ থাকতো। থাকতো মনোতোষের গেস্ট হিসাবে। অন্যদিকে গতকাল হস্টেল থেকে উদ্ধার হওয়া একটি কালো ডায়রিকে ঘিরে আরও ধোঁয়াশা জমে। ডায়রিতে পাওয়া একটি চিঠি নিয়ে ক্রমশ্য ঘনাচ্ছিল রহস্য। এবার সেই চিঠি প্রসঙ্গে বিস্ফোরক স্বীকারোক্তি ধৃত দীপশেখর দত্তের।

পুলিশ সূত্রে খবর, ‘চিঠি লিখেছিলেন ধৃত দীপশেখর দত্ত’। পুলিশ জানিয়েছে লাগাতার জেরার মুখে দীপশেখর ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছেন যে তিনি নিজেই লিখেছিলেন ওই চিঠি। শুধু তাই নয় পাশাপাশি ওই ডায়েরির পাতায় পাতায় মৃত ছাত্রের নামের সই প্র্যাকটিস করা হয়েছে! এমনটাই বিস্ফোরক তথ্য জানিয়েছি পুলিশ।

আরও পড়ুন: ১৫ই অগাস্টের আগে ‘বিরাট’ দাবি বেহালায়! এবার আরও বিপাকে পার্থ…

যদিও সেই চিঠি বা তার বয়ান, কে লিখেছিল এখনই এই নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্তে আসতে চাইছেন না তদন্তকারীরা। ঠিক কোন সময়ে লেখা হয়েছিল সেই চিঠি! ঘটনার আগে না পরে, এই সমস্ত বিষয় খতিয়ে দেখতে বিশেষজ্ঞের মতামত নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

গত শনিবার স্বপ্নদীপের ঘোর থেকে একটি ডায়েরি হস্টেলের ঘর থেকে পান তদন্তকারীরা৷ সেই ডায়েরিতে লেখা একটি চিঠি ঘিরে নতুন করে জল্পনা তৈরী হয়। কারণ গোটা টানা এক ভাবে লেখা হলেও গরমিল ধরা পড়ে তারিখের জায়গায়। তারিখের জায়গায় মেলে ডাবল রাইটিং। সেখানে ৯ অগাস্টের উপরে নতুন করে ১০ আগস্ট করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর মেলে।

আরও পড়ুন: ‘হুজুর… বাঁচান’, বিচারব্যবস্থার কাছে কাতর আর্জি মমতার! হঠাৎ হল টা কি?

jadavpur student death

অথচ গত ৯ অগাস্ট রাতে হস্টেলের তিন তলার বারান্দা থেকে পড়ে যান ওই পড়ুয়া। মেন হস্টেলের নীচে নগ্ন, রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় তাঁকে। এরপর হাসপাতালে ভর্তি করানো হলে বৃহস্পতিবার হাসপাতালেই মারা যায় স্বপ্নদীপ। এখানেই পুলিশের খটকা হয়তো অভিযুক্ত ছাত্রেরাই তথ্যপ্রমাণ হেরফের করার চেষ্টায় এসব করেছে। এই নিয়েই চলছে তদন্ত।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর