জাদেজার ঘূর্ণিতে ফের ধ্বংস অজিরা! ৬ উইকেটে দিল্লি টেস্ট জিতলো ভারত

বাংলা হান্ট নিউজ ডেস্ক: সকলেই আশঙ্কা করছিল যে অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট অনেক বেশি লড়াই করবে। দ্বিতীয় দিন অবধি সেই কথা কিছুটা সত্যি বলেও মনে হচ্ছিলো। কিন্তু তৃতীয় দিনে ভারতীয় স্পিনারদের বিশেষ করে রবীন্দ্র জাদেজার সামনে তাসের ঘরের মতো ভাঙলো অস্ট্রেলিয়া ব্যাটিং। দিল্লি টেস্টেও আড়াই দিনে ম্যাচ জিতে নিলো রোহিত শর্মারা।

গতকাল অপরাজিত থাকা ট্র্যাভিস হেড ও মার্নাস লাবুশানের পার্টনারশিপ দিনের শুরুতেই ভাঙেন রবি অশ্বিন। তারপর দ্বিতীয় ইনিংসেও অস্ট্রেলিয়ার সেরা ব্যাটার স্টিভ স্মিথকে ড্রেসিংরুমে ফেরান তিনি। এরপর শুরু হয় জাদেজা ম্যাজিক। তার ঘূর্ণির সামনে অসহায় আত্মসমর্পণ করে অস্ট্রেলিয়ার মিডল অর্ডার। আজ মাঠে নামা কেউই পৌঁছতে পারেননি দুই অংকের ঘরে।

head india

শেষপর্যন্ত মাত্র ১১৩ রানে শেষ হয় অজি ইনিংস। এই ইনিংসে ওপেন করা ট্র্যাভিস হেড সর্বোচ্চ ৪৩ রান করেন। লাবুশানে আউট হয়েছিলেন ৩৫ রান করে। রবি অশ্বিন ৩ উইকেট নেন। তবে অসাধারণ বোলিং করে ১২ ওভারে ১ টি মেডেন সহ ৪২ রান খরচ করে ৭টি উইকেট নেন জাদেজা। এই সিরিজে ২ ম্যাচে ১৮ উইকেট নেওয়া হয়ে গেল তার।

এরপর ভারত ১১৪ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই হারান রাহুলকে। তাকে দল থেকে বাদ দেওয়ার দাবি ক্রমশই জোড়ালো হচ্ছে। আগ্রাসী রোহিত ২৮ বলে ৩১ রান করে আউট হন। কোহলি ২০ রান করে মার্ফির শিকার হন। কিন্তু নিজের শততম টেস্ট খেলতে নামা পূজারা ঠান্ডা মাথায় শ্রেয়স আইয়ার (১২) ও পরে শ্রীকর ভরতকে (২২*) সঙ্গী করে ৬ উইকেটে ম্যাচ জিতিয়ে দেন ভারতকে। নিজে অপরাজিত থাকেন ৭৪ বল খেলে ৩১ রান করে।

ভারতীয় দল এই ম্যাচও যে ৩ দিনের মধ্যে জিতে নিলো তার কৃতিত্ব জাদেজার পাশাপাশি দিতে হয় অক্ষর প্যাটেলকেও। কাল যখন মনে হচ্ছিলো যে অস্ট্রেলিয়া ১০০ রানের ওপর লিড পাবে, তখন অশ্বিনের সঙ্গে বড় পার্টনারশিপ গড়ে নিজে অর্ধশতরান করে ১ রানের বেশি লিড নিতে দেননি অজিদের। তৃতীয় দিন দেখা গেল যে তার ওই ইনিংসটিই তফাৎ গড়ে দিয়েছে দুই দলের মধ্যে। ভারত যে সিরিজ হারবে না, সেটা নিশ্চিত হয়ে গেল আজই। বাকি সিরিজে অস্ট্রেলিয়াকে লড়তে হবে সিরিজ ড্র করার জন্য।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর