দিনের শেষে রাহুলকে খোয়ালেও জাদেজার বোলিং ও রোহিতের ব্যাটে ভর করে নাগপুরে চালকের আসনে ভারত

বাংলা হান্ট নিউজ ডেস্ক: শেষ হলো বর্ডার-গাভাস্কার ট্রফির (Border-Gavaskar Trophy) প্রথম টেস্টের প্রথম দিনের খেলা। প্রত্যাশামতোই স্পিনের ফাঁদে অস্ট্রেলিয়াকে বেঁধে প্রথম দিনের শেষেই চালকের আসনে ভারতীয় দল (Team India)। দিনের শেষে লোকেশ রাহুলের (KL Rahul) উইকেট হারাতে হলেও রোহিতের (Rohit Sharma) অর্ধশতরানে ভর করে ভালো জায়গায় পৌঁছে গেছে ভারতীয় দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দিনের শেষে নায়ক হয়ে উঠেছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)।

আজ টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। কিন্তু দিনের শুরুতেই মাত্র ২ রানের মধ্যে দুই অজি ওপেনারকে ড্রেসিংরুমে ফেরত পাঠান সিরাজ এবং শামি। এরপর ৮২ রানের একটি পার্টনারশিপ গড়ে অস্ট্রেলিয়াকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেছিলেন স্টিভ স্মিথ (৩৭) এবং মার্নাস লাবুশানে (৪৯)। কিন্তু আজকের ম্যাচের মধ্যে দিয়ে প্রায় ছয় মাস পরে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করার রবীন্দ্র যাদের যা তাদের দুজনকেই ড্রেসিংরুমে ফেরত পাঠান।

এরপর অ্যালেক্স ক্যারি (৩৬) ও পিটার হ্যান্ডসকম্ব (৩১) দুজনেই নিজেদেরকে সময় দিয়ে একটি বড় পার্টনারশিপ করার চেষ্টা করেছিলেন যা পঞ্চাশের গণ্ডি পেরিয়েছিল। কিন্তু এরপর অশ্বিন এবং জাদেজার স্পিনের সামনে তারাও ধরাশায়ী হন। ৫ উইকেট নেন জাদেজা, অশ্বিনের ঝুলিতে ৩ উইকেট। ১৭৭ রানে শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস।

rohit 50

এরপর ব্যাট করতে নেমে শুরুটা অত্যন্ত আগ্রাসী ভাবে করেছিলেন অধিনায়ক রোহিত শর্মা। উইকেটের এক প্রান্ত সামলে রাখার কাজ করছিলেন লোকেশ রাহুল। প্যাট কামিন্স এবং ন্যাথান লিয়নের বিরুদ্ধে একবারও সমস্যায় পড়তে দেখা যায়নি ভারতীয় ব্যাটারদের। রান উঠছিল সুন্দর ছন্দবদ্ধ গতিতে।

কিন্তু দিনের শেষে এই টেস্টে নিজের অভিষেক ঘটানো তরুণ অজি স্পিনার লোকেশ রাহুলকে (২০) ফিরিয়ে কিছুটা আশা জাগান অস্ট্রেলিয়ান শিবিরে। তবে ৬৫ বলে নিজের হাফ সেঞ্চুরি সম্পূর্ণ করা রোহিত শর্মা এখনো ক্রিজে রয়েছেন। তার সঙ্গে রয়েছেন টেস্ট ফরমেটে অত্যন্ত সফল অলরাউন্ডার হিসেবে নিজের যোগ্যতা প্রমাণ করা অশ্বিন। দিনের শেষে ভারতের স্কোর ১ উইকেট হারিয়ে ৭৭। এখনো ১০০ রানে পিছিয়ে রয়েছে তারা।


Reetabrata Deb

সম্পর্কিত খবর