দুরন্ত পার্ফমেন্সের জেরে বিশ্বসেরা হলেন রবীন্দ্র জাদেজা, অধিনায়ক রোহিতকে ছাপিয়ে গেলেন কোহলি

বাংলা হান্ট নিউজ ডেস্ক: চোট কাটিয়ে প্রত্যাবর্তনের পর নিজের দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন রবীন্দ্র জাদেজা। সর্বশেষ প্রকাশিত আইসিসি র‌্যাঙ্কিংয়ে, টেস্টে এক নম্বর অলরাউন্ডার হয়েছেন ভারতের রবীন্দ্র জাদেজা। ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারকে টপকে এগিয়ে গিয়েছেন তিনি। সেইসঙ্গে এই তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন আর এক ভারতীয় অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেন তিনি। এই ম্যাচে তিনি অপরাজিত ১৭৫ রান করেন। তারপর দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেটও নিয়েছিলেন তিনি।

সদ্য অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে প্রথম স্থানে পৌঁছনো ভারতীয় তারকা রবীন্দ্র জাদেজার পকেটে রয়েছে ৪০৬ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা জেসন হোল্ডারের পয়েন্ট ৩৮২ এবং তৃতীয় স্থানে থাকা রবিচন্দ্রন অশ্বিনের কাছে ৩৪৭ পয়েন্ট রয়েছে। বাংলাদেশের সাকিব আল হাসান চতুর্থ এবং ইংল্যান্ডের বেন স্টোকস পঞ্চম স্থানে রয়েছেন। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক পিছিয়ে ষষ্ঠ স্থানে নেমে গিয়েছেন।

ashwin jadeja

অপরদিকে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে বিরাট কোহলি ও রিশভ পন্থের অবস্থার উন্নতি ঘটেছে। বিরাট বড় কিছু পারফরম্যান্স না করলেও কোহলি পঞ্চম স্থানে উঠে এসেছেন এবং পন্থ নিজের দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারস্বরূপ শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন। পন্থের থেকে চার ধাপ ওপরে ছয় নম্বরে রয়েছেন অধিনায়ক রোহিত শর্মা যিনি একটি ধাপ নেমে গিয়েছেন। এই তালিকায় অস্ট্রেলিয়ার মার্নাস লাবুসানে ৯৩৬ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে এবং ইংল্যান্ডের জো রুট ৮৭২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। প্রাক্তন অজি অধিনায়ক স্টিভ স্মিথ তৃতীয় এবং কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন চতুর্থ স্থানে আছেন।

kohli rohit 1720x1000

বোলারদের র‌্যাঙ্কিংয়ে ভারতীয়দের মধ্যে রবিচন্দ্রন অশ্বিন এবং যশপ্রীত বুমরা শীর্ষ দশে রয়েছেন। ৮৯২ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। অশ্বিন ৮৫০ পয়েন্ট নিয়ে তারপরেই দ্বিতীয় স্থানে রয়েছেন। দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা তৃতীয় এবং পাকিস্তানের শাহীন আফ্রিদি চতুর্থ স্থানে রয়েছেন। দশম স্থানে রয়েছেন বুমরা। মোহালি টেস্টে দুর্দান্ত প্রদর্শন করা জাদেজা তিন ধাপ এগিয়ে ১৭ তম স্থানে উঠে এসেছে।

Reetabrata Deb

সম্পর্কিত খবর