বাংলা হান্ট নিউজ ডেস্ক: শুরু হয়ে গিয়েছে বহু প্রতীক্ষিত ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) টেস্ট সিরিজ। এই সিরিজের প্রথম ২ সেশনেই দেখা গেল বেশ কিছু উত্তেজক মুহূর্ত। দিনের প্রথম সেশনটা ছিল ভারতীয় পেসারদের এবং স্টিভ স্মিথ ও মার্নাস লাবুশানে জুটির। কিন্তু দ্বিতীয় সেশনটা নিজের নামে করে নিলেন এই টেস্ট সিরিজের মধ্যে দিয়ে চোট কাটিয়ে ভারতীয় দলে প্রত্যাবর্তন করা রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)।
আজ দিনের প্রথম ভাগেই দুই অজি ওপেনার ডেভিড ওয়ার্নার এবং উসমান খাওয়াজাকে ফেরত পাঠিয়ে ম্যাচে ভারতকে এগিয়ে দিয়েছিলেন শামি ও সিরাজ। কিন্তু অস্ট্রেলিয়ার প্রত্যাবর্তনের আশা জাগিয়ে তোলেন তাদের দুই তারকা ব্যাটার স্টিভ স্মিথ ও লাবুশানে। তাদের মধ্যে একটি ৮২ রানের পার্টনারশিপ হয়। দুজনকেই ছন্দে দেখাচ্ছিল।
কিন্তু এরপরই শুরু হয়ে জাদেজা ঝড়। তার বলে লাবুশানে ৪৯ রানের ব্যক্তিগত স্কোরে স্টাম্পড করেন শ্রীকর ভরত। পরের বলেই রেনেশকে এলবিডব্লিউ করেন তারকা ভারতীয় অলরাউন্ডার। এরপর স্টিভ স্মিথকে কিছুটা বিপজ্জনক হয়ে উঠতে দেখা যাচ্ছিল। অক্ষর প্যাটেলের বলে আক্রমণ শুরু করেছিলেন তিনি। কিন্তু এরপর তার ডিফেন্স ভেদ করে তাকেও বোল্ড করে ৩৭ রানের ব্যক্তিগত স্কোরের ড্রেসিংরুমে ফেরত পাঠান সেই জাদেজা।
গত এশিয়া কাপে হাঁটুতে চোট পেয়ে টুর্নামেন্টের মাঝপথেই ছিটকে গিয়েছিলেন জাদেজা। এরপর তার হাঁটুতে অস্ত্রোপচার হয় এবং পরপর বেশ কিছু টুর্নামেন্ট ও সিরিজে ভারতের হয়ে মাঠে নামতে পারেননি তিনি। গত মাসে মাঠে ফিরেছিলেন রঞ্জি ট্রফিতে সৌরাষ্ট্রের হয়। প্রত্যাবর্তনের ম্যাচেই এক ইনিংসের ৭ উইকেট নিয়েছিলেন জাদেজা।
এরপর তার ভারতীয় দলে প্রত্যাবর্তন নিয়ে আর কোন সন্দেহর জায়গা ছিল না। নাগপুরের পিচে বল প্রথম দিন থেকেই টার্ন করছে। এমন পিচে সব সময় ভয়ংকর হয়ে ওঠেন জাদেজা। অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের দুই স্তম্ভকে ফিরিয়ে দিয়ে ভারতকে সুবিধাজনক জায়গায় এনে দিয়েছেন তিনি। এই ইনিংস এবং ম্যাচেই যে আরও উইকেট তার ঝুলিতে আসবে তা নিয়ে কোন সন্দেহ নেই।