বাংলা হান্ট ডেস্কঃ শুক্রবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস এবং পাঞ্জাব কিংস। এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এর ফলে প্রথমে ব্যাটিং করতে আসে পাঞ্জাব। ব্যাটিং করতে নেমে শুরু থেকেই একের পর এক ধাক্কা নেমে আসে পাঞ্জাব শিবের। শুরুতেই আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান পাঞ্জাব ওপেনার মায়াঙ্ক আগারওয়াল।
তারপর ক্রিজে নামেন ক্রিস গেইল। ক্রিস গেইলকে সঙ্গে নিয়ে বড় পার্টনারশিপ গড়ার জন্য মন দিয়ে ব্যাটিং করতে থাকেন পাঞ্জাব অধিনায়ক কে এল রাহুল। গত ম্যাচেই 91 রানের ইনিংস খেলেছেন রাহুল। তাই এই ম্যাচেও বড় রান করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু হঠাৎই জাদেজার থ্রো করা বলে রান আউট হয়ে প্যাবিলিয়নে ফিরে যেতে হয় রাহুলকে।
https://twitter.com/chaitu_20/status/1383070313295011840?s=20
পাঞ্জাবের ইনিংসের তিন নম্বর ওভার। ক্রিজে ছিলেন ক্রিস গেইল। বল করতে আসেন দীপক চাহার। চাহারের প্রথম দুটি বলে পরপর দুটি বাউন্ডারি মেরে চাহারকে চাপে রাখার চেষ্টা করেন গেইল। চাহারের ওভারের পঞ্চম বলে বলটি সোজা গিয়ে লাগে ক্রিস গেইল এর প্যাডে। সকলেই আউটের আবেদন করেন। সেই সময় রান চুরি করতে যান রাহুল। বল সোজা চলে যায় জাদেজার কাছে। দুরন্ত থ্রো করে স্ট্যাম্প ভেঙে দেন জাদেজা এবং রান আউট হয়ে 7 বলে 5 রান করেই প্যাবিলিয়নে ফিরে যেতে হয় রাহুলকে। রাহুল আউট হওয়ার সঙ্গে সঙ্গে পাঞ্জাব শিবিরে অন্ধকার নেমে আসে। নির্ধারিত কুড়ি ওভারে মাত্র 108 রানেই শেষ হয়ে যায় পাঞ্জাবের ইনিংস।