ভারতীয় শিবিরে বড় ধাক্কা, মাথায় গুরুতর চোট পেয়ে টি-২০ সিরিজ থেকে ছিটকে গেলেন এই তারকা

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল ক্যানবেরার মানুকা ওভাল ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং অস্ট্রেলিয়া। এই ম্যাচে অস্ট্রেলিয়াকে 11 রানে হারিয়ে টি-টোয়েন্টি অভিযান শুরু করলো টিম ইন্ডিয়া। এই ম্যাচে ব্যাটিং করার সময় ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা গুরুতর চোট পান, যার ফলে তিনি আর দ্বিতীয় ইনিংসে মাঠেই নামতে পারেননি। জাদেজার পরিবর্তে টিম ইন্ডিয়া কনকাশন সাবস্টিটিউট হিসেবে যুজবেন্দ্র চাহালকে মাঠে নামিয়ে ছিলেন। আর মাঠে নেমেই বাজিমাত করেন চাহাল, দুর্দান্ত বোলিং করে ম্যাচের সেরাও হয়েছেন যুজবেন্দ্র চাহাল।

ব্যাটিং করার সময় অজি বোলার জোস হেজেলহুড এবং মিচেল স্টার্কের বলে দুবার আহত হন জাদেজা। তবুও তিনি মাঠ ছাড়েননি, তবে ভারতের ইনিংস শেষে ড্রেসিং রুমে গিয়ে খুবই অসুস্থ হয়ে পড়েন জাদেজা। যার ফলে তিনি আর মাঠে নামতে পারেননি, আইসিসির নিয়ম অনুযায়ী জাদেজার পরিবর্তে কনকাশন হিসেবে চাহাল মাঠে নেমেছিলেন। তবে যুজবেন্দ্র চাহালের মাঠে নামা নিয়ে বিতর্ক শুরু হয়। জাদেজার চোট নিয়ে বারবার প্রশ্ন করে অজি টিম ম্যানেজমেন্ট।

https://twitter.com/BCCI/status/1334909232508911616?s=20

ম্যাচ শেষে বিসিসিআই এর তরফে জানিয়ে দেওয়া হয়েছে জাদেজার চোট খুবই গুরুতর। আর সেই কারণেই টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। জাদেজার পরিবর্তে দলে এলেন শার্দুল ঠাকুর। বিসিসিআই আরও জানিয়েছেন, মাথায় চোট লাগার পাশাপাশি হেমিংয়েও চোট লেগেছে জাদেজার। ইতিমধ্যে জাদেজার চোট পরীক্ষা করা হয়েছে, প্রয়োজন পড়লে আরও বেশ কয়েকজন জাদেজার চোট পরীক্ষা করা হবে বলেও জানিয়েছে বিসিসিআই।

Udayan Biswas

সম্পর্কিত খবর