বাংলা হান্ট নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে শোচনীয় হারের পর ভারতীয় দল তারকা ক্রিকেটারদের বিশ্রাম দিয়ে নিউজিল্যান্ড সফলদের জন্য তারুণ্যে ভরা একটি দল পাঠিয়েছিল। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন সেই দল নিউজিল্যান্ডের মাটিতে আয়োজিত টি-টোয়েন্টি সিরিজটি ১-০ ফলে জিতেছে। এরপরে ভারত নিউজিল্যান্ডের মাটিতে একটি ওডিআই সিরিজ খেলবেন শিখন ধাওয়ানের নেতৃত্বে। তারপরে ডিসেম্বর মাসে আরম্ভ হবে ভারতের বাংলাদেশ সফর। ওই শহরে সেই তারকা ক্রিকেটারদের অনেকেই দলে ফিরবেন।
কিন্তু সেই সফর শুরু হওয়ার আগে একটি খারাপ খবর এলো ভারতীয় ক্রিকেট ভক্তদের জন্য। চোটের জন্য ওই সফরের অংশ হতে পারবেন না ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। প্রাথমিকভাবে তাকে বাংলাদেশ সফরের ওডিআই এবং টেস্ট দুই সিরিজের দলই অন্তর্ভুক্ত করা হয়েছিল। কিন্তু হাঁটুর অস্ত্রোপচারের পর এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি ওই তারকা অলরাউন্ডার।
এশিয়া কাপ চলাকালীন চোট পেয়ে সুপার ফোর পর্যায়ে থেকে ছিটকে গিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। তার অভাব গত দু-তিন মাসে ভালোই ভুগেছে ভারতীয় দল। এশিয়া কাপে ভারতীয় দল ফাইনালের যোগ্যতা অর্জন করতে পারেনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মাটিতেও জানে যার পরিবর্তে অক্ষর প্যাটেলকে খেলাতে হয়েছে যিনি একেবারেই নিজের পারফরমেন্স দিয়ে প্রভাবিত করতে পারেননি ভারতীয় সমর্থকদের।
যদিও বিসিসিআই এখনও নিশ্চিত করেনি যে বাংলাদেশের মাটিতে আয়োজিত হতে চলা শুধু ওডিআই সিরিজটি থেকেই ছিটকে গেছে জানা যায় নাকি টেস্ট সিরিজও তিনি নামতে পারবেন না। বিসিসিআইও এখনও এই খবর অফিসিয়ালি ঘোষণা করেনি। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী মনে করা হচ্ছে যে টেস্ট সিরিজেও যা বাংলাদেশের মাটিতে ওডিআই সিরিজ সম্পন্ন হওয়ার পর আরম্ভ হবে, সেখানেও জাদেজাকে নিয়ে ঝুঁকি নিতে চায় না ভারতীয় দল।
ভারতীয় দলে জাদেজার গুরুত্ব কতটা সেটা শেষ কয়েক মাসে আবারও প্রমাণিত হয়ে গিয়েছে। যেহেতু পরের বছর ভারতের মাটিতেই আয়োজিত হতে চলেছে ওডিআই বিশ্বকাপ তাই কোন গুরুত্বপূর্ণ ক্রিকেটার কে নিয়েই ঝুঁকি নেওয়ার সাহস দেখানোর উপায় নেই বিসিসিআইয়ের।