বোলিংয়ের পর ব্যাট হাতেও অনবদ্য জাদেজা! অজিদের বিরুদ্ধে করলেন নিজের পঞ্চম অর্ধশতরান  

বাংলা হান্ট নিউজ ডেস্ক: মাঠে ফিরেছিলেন কিছুদিন আগেই। এশিয়া কাপে চোট পাওয়ার পর ৫ মাস থাকতে হয়েছিল ক্রিকেটের বাইরে। রঞ্জু ট্রফিতে নিজের দল সৌরাষ্ট্রের হয়ে রঞ্জি ম্যাচের এক ইনিংসে ৭ উইকেট নিয়ে বুঝিয়ে দিয়েছিলেন যে চোট পেয়ে দীর্ঘদিন বাইরে থাকলেও তার খেলায় কোন মরচে পড়েনি। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তার ভারতীয় দলের একাদশে সুযোগ পাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা ছিল। সেই সুযোগ আসামাত্র নাগপুর টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দিনেই ৫ উইকেট নিয়ে জাদেজা স্বপ্নের প্রত্যাবর্তন করেছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে।

শুধুমাত্র উইকেট নেওয়া নয়, গতকাল অস্ট্রেলিয়া দলে স্পিনের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী দুই ব্যাটার স্টিভ স্মিথ ও মার্নাস লাবুশানেকে ফিরিয়েছিলেন জাদেজা। তার দুর্দান্ত বোলিংয়ের সামনে ফিকে হয়ে গিয়েছিলেন অশ্বিনের মত তারকা। মূলত তার দাপটেই অস্ট্রেলিয়াকে গতকাল ১৭৭ রানের স্কোরে অলআউট করতে পেরেছিল ভারত।

happy test team india

এরপর জাদেজা একবারও মনে করেননি যে তার কাজ শেষ হয়ে গিয়েছে। সেই কথাটা আজ ব্যাট হাতে নামার পরও প্রমাণ করে দিয়েছেন তিনি। যে পিচে স্পিনারদের সামলাতে গিয়ে রোহিত শর্মা ছাড়া বাকি সকল ক্রিকেটার রীতিমতো বেকায়দায় পড়েছেন সেই পিচে জাদেজা এক আশ্চর্য ব্যাতিক্রম।

আজ লাঞ্চের পরেই প্রথম বলে যখন বিরাট কোহলি ড্রেসিংরুমে ফিরলেন তখন সকলেই আশা করেছিলেন যে অস্ট্রেলিয়া এবার খুব দ্রুত ভারতের ইনিংসকে শেষ করে দেবে। কিন্তু রোহিতের সঙ্গে গুরুত্বপূর্ণ ৬১ রানের পার্টনারশিপ গড়ে দিয়ে তাদের আশায় জল ঢেলে দেন জাদেজা। প্রয়োজন মত আগ্রাসী এবং ভালো ডেলিভারিকে যোগ্য সম্মান দিয়ে ব্যাটিং করেছেন তিনি।

রোহিত শর্মা যখন ১২০ রানের স্কোরে প্যাট কামিন্সের বলে বোল্ড হয়ে ফেরেন তখন সকলেই ভেবেছিলেন যে ভারতে ইনিংস আর বেশি দূর এগোবে না। কিন্তু তারপরও টেল-এন্ডারদের সঙ্গে নিয়ে আস্তে আস্তে গুরুত্বপূর্ণ রান জুড়তে থাকেন যাদের যায় এবং শেষ পর্যন্ত নিজের টেস্ট কেরিয়ারের ১৮ তম অর্ধশতরান সম্পূর্ণ করেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এটি ছিল তার কেরিয়ারের পঞ্চম টেস্ট অর্ধশতরান। প্রতিবেদনটি লেখার সময় তিনি ভারতের লিড নিয়ে গিয়েছেন ৯০ রানের ওপরে।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর