IPL 2023-এ CSK ‘ঝুঁকেগা নেহি’! সমর্থকদের বার্তা দিয়ে দিলেন জাদেজা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs Australia) ওডিআই সিরিজের শেষে তামিলনাড়ু পৌঁছে চেন্নাই সুপার কিংসের (CSK) অনুশীলন শিবিরে যোগ দিয়েছেন তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। যদিও ওই সিরিজের প্রথম ম্যাচ বাদ দিয়ে বাকি দুটি ম্যাচে মনে রাখার মত কোন উল্লেখযোগ্য পারফরম্যান্স করতে পারেননি এই তারকা ক্রিকেটার। কিন্তু নিজের চোট সারিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তনের পর থেকে বেশ ভালোই ছন্দে রয়েছেন তিনি।

গত বছরের এমন জল্পনা উঠেছিল যেখান থেকে মনে হয়েছিল চেন্নাই সুপার কিংস ছাড়তে পারেন রবীন্দ্র জাদেজা। সোশ্যাল মিডিয়ায় নিজের সিএসকে সংক্রান্ত যাবতীয় পোস্ট হাইড করে দিয়েছিলেন এই তারকা অলরাউন্ডার। কিন্তু তাদের মধ্যে যদি কোনও ভুল বোঝাবুঝি থেকেও থাকে তবে সিএসকে ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে সেগুলি মিটিয়ে নিয়েছেন জাদেজা। ফের একবার তাকে হলুদ জার্সি গায়েই দেখা যাবে।

গত বছর তার হাতে অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল। কিন্তু তার নেতৃত্বে ইয়েলো আর্মি একেবারেই মনে রাখার মতো পারফরম্যান্স করতে পারেননি। তাছাড়া অধিনায়কত্বের চাপ প্রভাব ফেলছিল জাদেজার ব্যক্তিগত পারফরম্যান্সেও। তাই মরশুমের মাঝপথে তার কাছ থেকে অধিনায়কত্ব নিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছিল মহেন্দ্র সিংহ ধোনিকে। চলতি মরশুমে তাকে আবার অধিনায়কত্ব দেওয়ার কোনও পরিকল্পনা নেই সিএসকে ম্যানেজমেন্টের।

এরই মধ্যে আজ সিএসকের অনুশীলন চলাকালীন যাদের জাদেজার নামে জয়ধ্বনি উঠেছিল। ব্যাটিং প্র্যাকটিস ফিরে ড্রেসিংরুমের দিকে এগোতে থাকা ক্রিকেটার হাত নেড়ে সকলকে ধন্যবাদ জানান এবং তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির বিখ্যাত মুভি “পুষ্পা-দ্য রাইজ”-এ আল্লু অর্জুনের একটি বিখ্যাত ভঙ্গি করে দেখান।

আজ এই সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিওটি শেয়ার করেছে সিএসকে ম্যানেজমেন্ট। ওই ভিডিওটি প্রকাশ হওয়া মাত্রই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভক্তরা দেখে বলছেন যে জাদেজা টুর্নামেন্ট শুরুর আগেই বুঝিয়ে দিচ্ছেন যে এবার সিএসকে ‘ঝুঁকেগা নেহি’। ৩১শে মার্চ গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ১৬ তম আইপিএলে নিজেদের অভিযান শুরু করবে ধোনির দল।

Reetabrata Deb

সম্পর্কিত খবর